অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সমুদ্রে হেলিকপ্টার বিধ্বস্ত, ১২ কিমি সাঁতরে তীরে উঠলেন মন্ত্রী

সাতরং ডেস্ক

প্রকাশিত: ০৬:৪৩ পিএম, ২২ ডিসেম্বর ২০২১ বুধবার   আপডেট: ০৬:৪৬ পিএম, ২২ ডিসেম্বর ২০২১ বুধবার

১২ কিমি সাঁতরে তীরে উঠলেন মাদাগাস্কারের মন্ত্রী সার্গে গেল

১২ কিমি সাঁতরে তীরে উঠলেন মাদাগাস্কারের মন্ত্রী সার্গে গেল

হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর মাদাগাস্কারের একজন মন্ত্রী টানা ১২ ঘণ্টা সাঁতার কেটে তীরে উঠেছেন। দেশটির পুলিশ বিষয়ক মন্ত্রী সার্গে গেল এ অসাধ্য সাধন করেছেন।

এর আগে সোমবার (২০ ডিসেম্বর) দেশটির উপকূলে অবৈধভাবে যাত্রী বহনকারী একটি কার্গো জাহাজ ভারত মহাসাগরে ডুবে যায়। এতে এখন পর্যন্ত ৬৪ জন নিহত হয়েছেন। ওই ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছিলেন মন্ত্রী সার্গে গেল।

পথিমধ্যে দমকা বাতাসের ঝাপটায় হেলিকপ্টারটি পড়ে যায়। তখন সার্গে গেল সাঁতার কাটা শুরু করেন। মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে সাতটা থেকে বুধবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটা পর্যন্ত সাঁতার কাটেন তিনি। সকালে সমুদ্রপাড়ের শহর মাহাম্বোতে পৌঁছালে তাকে উদ্ধার করা হয়। তার সঙ্গে হেলিকপ্টারে থাকা আরেকজন কর্মকর্তাও একইভাবে মাহাম্বোতে পৌঁছান। খবর বিবিসি'র।

সাঁতার কাটার সময় তিনি হেলিকপ্টারের একটা আসন বয়া হিসেবে ব্যবহার করেছিলেন। বিধ্বস্তের ঘটনায় হেলিকপ্টারের পাইলট ও আরেকজন সামরিক কর্মকর্তা এখনো নিখোঁজ আছেন।

পুলিশদের মন্ত্রী হওয়ার আগে ৩০ বছর পুলিশের চাকরি করেছিলেন সার্গে গেল। পেশাদারী জীবনের শিক্ষা, প্রশিক্ষণ, ও মনোবল এভাবে তার জীবন বাঁচানোর কাজে লেগে গেল।