অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ধরা পড়া বিশাল অজগর কাপ্তাইয়ের জঙ্গলে অবমুক্ত

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

প্রকাশিত: ০৪:৪৩ পিএম, ২২ ডিসেম্বর ২০২১ বুধবার  

রাঙ্গামাটি জেলার কাপ্তাইয়ে স্থানীয় এক বাসিন্দার হাতে ধরা পড়া বিশালাকৃতির একটি অজগর সাপ অবমুক্ত করেছে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা তানজিলুর রহমান জানান, বুধবার সকালের দিকে কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের রেশম গবেষণা কেন্দ্র এলাকার জঙ্গলে স্থানীয় বাসিন্দা তরণমনি তঞ্চঙ্গ্যা বিশাল আকৃতির অজগর সাপটি দেখতে পেয়ে এটাকে কৌশলে ধরে বস্তা বন্দি করে। পরে কাপ্তাই রেশম বাগান পুলিশ ফাঁড়ির সদস্যদের মাধ্যমে বন বিভাগকে খবর দিলে আমরা সাপটিকে পরীক্ষা করে বনে অবমুক্ত করা হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এবং পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক গঙ্গা প্রসাদ চাকমাসহ অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে বেলা ১১টার দিকে অজগর সাপটিকে বন বিভাগের রাম পাহাড় বিটের কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়।

প্রায় ২০ ফুট লম্বা ও ২২ কেজি ওজনের অজগর সাপটি সুস্থ ছিলো বলে জানান বন বিভাগের কর্মকর্তারা।