কারাগার ভাড়া নিচ্ছে ডেনমার্ক
সাতরং ডেস্ক
প্রকাশিত: ০৪:১৫ পিএম, ২২ ডিসেম্বর ২০২১ বুধবার
বন্দির সংখ্যা বেড়ে যাওয়ায় কসোভোর কাছ থেকে ৩০০টি কারাকক্ষ ভাড়া নিচ্ছে ডেনমার্ক। তারজন্য প্রথম পাঁচ বছরে কসোভোকে ১৫ মিলিয়ন ইউরো ফি দিতে হবে স্ক্যান্ডেনেভিয়ান দেশটিকে।
২০১৫ সালের পর থেকে ডেনমার্কে কারাবন্দির সংখ্যা ৩,৪০০ থেকে বেড়ে হয়েছে ৪,২০০। একই সময়ে কারারক্ষকের সংখ্যা কমেছে ২,৫০০ থেকে ২,০০০-তে। ২০২৫ সালের মধ্যে দেশটিতে এক হাজার কারাকক্ষের ঘাটতি দেখা দেবে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে কসোভোতে ৭০০-৮০০টি কারাকক্ষ অব্যবহৃত পড়ে রয়েছে।
কারাগার ভাড়ার লক্ষ্যে দুই দেশের সরকার পাঁচ বছর মেয়াদী 'পলিটিক্যাল ডিক্লারেশন অব ইনটেন্ট' স্বাক্ষর করেছে বলে এক যৌথ বিবৃতিতে বলা হয়। কসোভোর পার্লামেন্টে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে এ চুক্তি অনুমোদন করাতে হবে।
ভাড়া দেওয়া কারা কক্ষগুলোতে ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয় এমন দেশগুলোর সাজাপ্রাপ্ত আসামিরা থাকবেন। সাজা শেষে তারা আর ডেনমার্কে ঢুকতে পারবেন না।
ভাড়া করা কক্ষে অবস্থান করা প্রতিটি বন্দির ক্ষেত্রে ডেনমার্কের আইন বলবত থাকবে।
এভাবে এক দেশের বন্দিকে আরেক দেশের কারাগারে স্থানান্তরের ঘটনা ইউরোপে নতুন নয়। এর আগে নরওয়ে এবং বেলজিয়ামও নেদারল্যান্ডসে কারাকক্ষ ভাড়া নেয়।