ডাইনোসরের ভ্রূণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা
সাই-টেক ডেস্ক
প্রকাশিত: ০৪:০৮ পিএম, ২২ ডিসেম্বর ২০২১ বুধবার
ডাইনোসরের ভ্রূণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা
ভালোভাবে সংরক্ষিত একটি ডাইনোসর-ভ্রূণের জীবাশ্ম খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। চীনের গানজু অঞ্চল থেকে এ ভ্রূণটি পাওয়া গেছে।
তবে ভ্রূণটি যে ডিমের ভেতর ছিল সেটি ২০০০ সালেই পাওয়া গিয়েছিল। সম্প্রতি কেবল বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন ডিমটির ভেতরে একটি নিখুঁত ভ্রূণ রয়েছে।
বিজ্ঞানীরা ধারণা করছেন এটি দন্তহীন থেরোপড ডাইনোসর বা ওভির্যাপটরোসর-এর ভ্রূণ। তারা ভ্রূণটির নাম দিয়েছেন বেবি ইংলিয়াং। এটি মাথা থেকে লেজ পর্যন্ত ২৭ সেন্টিমিটার লম্বা। খবর বিবিসি'র।
এটি কমপক্ষে ছয় কোটি ৬০ লাখ বছর পুরনো। ভ্রুণটি ডিমের ভেতর থেকে বের হওয়ার আগের ধাপে ছিল।
গবেষক ডক্টর ফিয়ন ওয়াইসাম মা-এর মতে এটি এখন পর্যন্ত পাওয়া ডাইনোসরের সবচেয়ে নিখুঁত ভ্রূণ।
এ আবিষ্কারের ফলে ডাইনোসর ও আধুনিক পাখির মধ্যে সম্পর্কের নতুন তথ্য জানা গেল। এই জীবাশ্ম ভ্রূণটি এমনভাবে কুঁচকানো ছিল যা ডিম থেকে বের হওয়ার আগে পাখির বাচ্চাদের মধ্যে দেখা যায়।
ওভির্যাপটরোসর ডাইনোসরের গায়ে পালক ছিল। ছয় থেকে ১০ কোটি বছর আগে এ ডাইনোসর বর্তমান এশিয়া ও উত্তর আমেরিকা অঞ্চলে বাস করত।