অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নোয়াখালী

প্রকাশিত: ১১:৪৬ এএম, ২২ ডিসেম্বর ২০২১ বুধবার   আপডেট: ১১:৪৮ এএম, ২২ ডিসেম্বর ২০২১ বুধবার

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত হয়েছেন। কেপটাউন শহরে আসার পথে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছিল। এতে ঘটনাস্থলে একজন ও কেপটাউন শহরের একটি হাসপাতালের আইসিইউতে আরেকজনের মৃত্যু হয়।

নিহতরা হচ্ছেন- নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের ঘটলা গ্রামের লকিয়ত উল্লাহর ছেলে জাফর আহমেদ (৩৪) ও তার ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী ঢাকার মিরপুরের বাসিন্দা আমিনুল ইসলাম (৩০)।

কাদির পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন বলেন, 'জাফর আহমেদ ও তার আরও ২ ভাই দীর্ঘ দিন থেকে আফ্রিকাতে ব্যবসা করেন। জাফরের অকাল মৃত্যু কোনোভাবে মেনে নিতে পারছি না।'

নিহত জাফর আহমেদের ছোটভাই মো. রাজু জানান, তার বড় ভাই ফারুক আহমেদ, মেজ ভাই জাফর আহমেদ ও সেজ ভাই আরজু গত ১০ বছর ধরে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের একটি সুপার মার্কেটে ডিপার্টমেন্টাল স্টোর ও পাইকারি দোকান চালাতেন। সোমবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যায় জাফর আহদের ও তাদের দোকান কর্মচারী আমিনুল ইসলাম মালামাল কিনতে যান। 

সেখান থেকে ফেরার পথে রাত সাড়ে ১০টার দিকে ওয়েস্টার্নকেপ প্রদেশের জর্জের বোফট ওয়েস্ট এলাকায় দুর্ঘটনায় পড়েন। এতে ঘটনাস্থলেই আমিনুল ইসলাম নিহত হন। এ ঘটনায় জাফর আহমেদকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পর আইসিইউতে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে তিনি মারা যান।

তিনি আরও জানান, মারা যাওয়ার পরপরই বড় ভাই ফারুক আহমেদ বাড়িতে মৃত্যু সংবাদ দেন।

জাফরের মা রৌশন আক্তার বলেন, 'আমার ছেলের মরদেহ যেন দ্রুত দেশে পৌঁছায় সেজন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছি।'