১০ জনের সেভিয়াকেও হারাতে পারলো না বার্সেলোনা
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:০২ এএম, ২২ ডিসেম্বর ২০২১ বুধবার
ম্যাচের শুরু থেকেই শ্রেয়তর দল ছিল বার্সা। মাঝে জুলস কুন্দের লাল কার্ডে সেভিয়া পরিণত হয়েছিল দশ জনের দলে। তবু জয় নিয়ে মাঠ ছাড়তে পারলো না জাভি হার্নান্দেজের শিষ্যরা।
মঙ্গলবার রাতে সেভিয়ার রামন সানচেস স্টেডিয়ামে লা লিগার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। বার্সার হতাশার ম্যাচে বিপক্ষে দাঁড়িয়ে গিয়েছিল গোলপোস্টও।
জিততে না পারার হতাশা ছিল জাভির মুখে। জানিয়েছেন, ঘুমাতেও পারবেন না ঠিকমতো। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এটা অম্লমধুর, আর আমার জন্য ঘুমানোটা কঠিনই হবে। আমাদের জিততেই হতো। বিশেষ করে এক জন বেশি নিয়ে তো অবশ্যই। প্রতিপক্ষে একজন কম থাকলে এমন পরিস্থিতি আমাদের আরও শান্ত থাকতে হবে।’
তবে দলের পারফরম্যান্সে তুষ্টও ছিলেন এই কোচ। বলেন, ‘চ্যাম্পিয়ন্স লিগে উত্তীর্ণ হওয়ার মতো অবস্থানে যেতে জয়টা দরকার ছিল। কিন্তু ড্রয়ের পরও আমি দল নিয়ে গর্বিত। আমরা স্রেফ দুর্ভাগা ছিলাম। সবাইকে নিয়ে আমি বেশ গর্বিত। আজকের বার্সেলোনাকে দেখে মনে হচ্ছে, এমন একটা দলই আমি চাই।’
ম্যাচের শুরু থেকেই বেশ কয়েকটি আক্রমণ করে বার্সা। তবে ২২তম মিনিটে উল্টো এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল সেভিয়ার। রাফা মির বার্সেলোনার জালে বলে পাঠালেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়ে যায়।
৩২ মিনিটের মাথায় সেই আক্ষেপ ঘুচে যায় স্বাগতিকদের। বার্সেলোনারই সাবেক মিডফিল্ডার ইভান রাকিতিচের কর্নারে ছুটে গিয়ে ডান পায়ের নিচু শটে দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে গোলটি করেন আর্জেন্টাইন মিডফিল্ডার পাপো গোমেজ।
বার্সা সমতায় ফেরে বিরতির আগেই। ম্যাচের ৪৫ মিনিটে উসমান ডেম্বেলের কর্নারে ডি-বক্সে অনেকটা লাফিয়ে হেডে গোল করেন উরুগুয়ের ডিফেন্ডার রোনালদ আরোজো।
দ্বিতীয়ার্ধে বড় ধাক্কা খায় সেভিয়া। ৬৪ মিনিটের মাথায় টাচলাইনের বাইরে মেজাজ হারিয়ে আলবার মুখে হাত দিয়ে বল মেরে দেন জুল কুন্দে। লাল কার্ড দেখিয়ে তাকে মাঠছাড়া করেন রেফারি।
১০ জনের সেভিয়াকে এরপর চেপে ধরে বার্সা। আক্রমণে ধার বাড়িয়ে গোল আদায়ের চেষ্টা করে। ৮৪তম মিনিটে এসেছিল দারুণ এক সুযোগও। কিন্তু বাধ সাধে গোলপোস্ট। ডেম্বেলের বাঁ পায়ের শট সরাসরি লাগে পোস্টে গিয়ে। শেষপর্যন্ত ১-১ ড্রয়েই মাঠ ছাড়ে দুই দল।
এতে ১৮ ম্যাচে ১১ জয় ও পাঁচ ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সেভিয়া। সমান ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। আর ৭টি করে জয় ও ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে সাত নম্বরে বার্সেলোনা।