অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিলবোর্ডে ভালোবাসার আবেদন

সাতরং ডেস্ক

প্রকাশিত: ০৪:৫১ পিএম, ২১ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার  

বিলবোর্ডে ভালোবাসার আবেদন

বিলবোর্ডে ভালোবাসার আবেদন

টিন্ডার-এর এ যুগে একটু চাইলেই অনলাইনে ‘ডেট’ খুঁজে পাওয়া যায়। অবশ্য অনেকে চেষ্টাচরিত্র করে সেটাও করতে পারেন না। ইন্টারনেটে ভুরিভুরি সুযোগ থাকলেও তাদের কপালে ভাগ্যের শিকে ছেড়ে না।

তাই পুরানো দিনের মতো করে প্রেম খুঁজতে চান অনেকে। কিন্তু অনেক সময় সেটা সবকিছু ছাড়িয়ে যায়।

মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের ৬৬ বছর বয়সী জিস বেয়স নিজের ভালোবাসার মানুষটাকে খোঁজার জন্য অভিনব এক উপায় বেছে নিয়েছেন। তিনি একটা আস্ত বিলবোর্ড দাঁড় করিয়ে দিয়েছেন এ উদ্দেশে।

টেক্সাস হাইওয়ের পাশে বসানো ওই বিলবোর্ডে লেখা আছে: “চাই। একজন ভালো নারী। ৫০-৫৫ বছরের ঘরে। কথা বলা, একসাথে হাঁটা আর সদিচ্ছার পারস্পরিক আচরণের জন্য।” খবর দ্য মিরর-এর।

এর নিচে বড় করে লেখা হয়েছে একটা ফোন নাম্বার। আর বিলবোর্ডের বামপাশে কাউবয় হ্যাট পরা জিমের একখানা হাস্যোজ্জ্বল ছবি।

দুবার ডিভোর্স হয়েছে জিমের। পাঁচ সন্তানের বাবা তিনি। ডেটিং অ্যাপগুলোতে তার বিশ্বাস নেই, কারণ ওগুলোতে নাকি মানুষজনের প্রকৃত ব্যক্তিত্ব প্রকাশ পায় না। তাই এই ভিন্ন উপায় বেছে নিয়েছেন তিনি।