অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নটরডেমিয়ান্স ব্যাংকার্স নাইট

অপরাজেয় বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৮:৪১ পিএম, ১ নভেম্বর ২০২০ রোববার   আপডেট: ০৬:০৮ পিএম, ২ নভেম্বর ২০২০ সোমবার

রাজধানীর বনানীতে ক্লাব নটরডেমিয়ান্সের অডিটোরিয়ামে নটরডেম কলেজের ব্যাংকিং পেশায় নিয়োজিত সাবেক ছাত্রদের নিয়ে ‘নটরডেম ব্যাংকার্স নাইট’ অনুষ্ঠিত হয়েছে। 

এই মিলনমেলায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক খুরশিদ আলম, বাংলাদেশ ব্যাংকের জিএম (সিস্টেম ম্যানেজার) মোহাম্মদ ইসহাক মিয়া, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী মোহাম্মদ শামস্-উল-ইসলাম, মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর জনাব আসিফ, ন্যাশনাল ব্যাংকের ডিএমডি শাহ সৈয়দ আব্দুল বারি, প্রাক্তন প্রবীন ব্যাংকার এবং ট্রেড হাব (বাংলাদেশ) লিমিটেডের সৈয়দ আবু নাসের বখতিয়ারসহ দেশের শীর্ষ ব্যাংকাররা অংশগ্রহণ করেন।

কেন্দ্রীয় ব্যাংকসহ বিভিন্ন তফসিলি ব্যাংকে কর্মরত নরডেমিয়ান্স বন্ধুদের কলতানে মুখরিত হয়ে উঠে ক্লাবের অডিটরিয়াম, গেমস রুম আর লাউঞ্জ- যেন নটরডেম কলেজ ক্যাম্পাসের সেই অডিটরিয়াম, ক্যাফেটরিয়া বা গেমস রুম। 

ক্লাব নটরডেমিয়ান্সের প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. রেফায়েত উল্লাহ তার স্বাগত বক্তব্যে বলেন, দেশের সরকারি-বেসরকারি প্রতিটি ক্ষেত্রে নটরডেমিয়ানরা অত্যন্ত মেধা এবং দক্ষতার স্বাক্ষর রেখে চলছে। দেশের ব্যাংকিং সেক্টরে উল্লেখযোগ্যসংখ্যক নটরডেমিয়ান দেশের অর্থনীতি বির্নিমানে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। 

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক খুরশিদ আলম এমন আয়োজনের জন্য ধন্যভাদ জানিয়ে বলেন, অনেকদিন ব্যাংকিং পেশায় থাকলেও আমরা যে একই কলেজের ছাত্র তা অনেকেই জানতাম না। 

স্মৃতিচারণ, নৈশভোজ আর সাংস্কৃতিক অনুষ্ঠানে জমজমাট ছিল স্মৃতির সন্ধ্যা।