পিগকাসো: শূকরের আঁকা ছবি বিকালো ২২ লাখ টাকায়
সাতরং ডেস্ক
প্রকাশিত: ০৪:০৬ পিএম, ২১ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার
মালকিনের সাথে শিল্পী ‘পিগকাসো’
শূকরসমাজের জননন্দিত শিল্পী ‘পিগকাসো’। সম্প্রতি তার একটা ছবি বিক্রি হলো ২০ হাজার পাউন্ড বা প্রায় ২২ লাখ ৭০ হাজার টাকায়।
একটু খুলেই বলা যাক। একটা শূকর ছবি আঁকে। হ্যাঁ, সত্যিই একটা জলজ্যান্ত শূকর মুখে তুলি নিয়ে ইজেলের গায়ে দাগ কেটে ছবি আঁকে। তার গুণের বাহার দেখে তার নাম দেওয়া হয়েছে ‘পিগকাসো’। সার্থক নাম তা বলাই বাহুল্য।
‘পিগকাসো’র শৈলী হচ্ছে ‘বিমূর্ত অভিব্যক্তি’। তার ইচ্ছে হলে তিনি আঁকেন। আর যা আঁকেন তা শেষ পর্যন্ত বেশ ভালো ছবি হিসেবেই প্রকাশ পায়। তার মালকিনের নাম জোয়ান লেফসন। পিগকাসো-কে তিনি দক্ষিণ আফ্রিকা'র এক কসাইখানা থেকে উদ্ধার করেছিলেন।
শূকরটাকে নানা খেলনাপাতি দিতেন তিনি। কিন্তু সেগুলোর মধ্যে ছবি আঁকার তুলির প্রতিই ক্রমশ ভালোবাসা তৈরি হয় ওই বরাহের। এরপর থেকেই ছবি আঁকায় ‘মনোযোগ’ দেয় পিগকাসো।
পাঁচ বছরের এই যাত্রায় এখন সফল চিত্রশিল্পী পিগকাসো। শিল্পের দুনিয়ায় অনেক দ্বিপদী-শিল্পীর চেয়ে তার কদর বেশি। নিয়মিতই তার ছবি বিশ্ববাজারে বিক্রি হয়। এখন পর্যন্ত ৪০০ খানা ছবি এঁকে ফেলেছেন খেয়ালি এ শিল্পী।
২০ হাজার পাউন্ডে বিক্রি হওয়া তার সবচেয়ে দামী এ ছবিটির নাম “ওয়াইল্ড অ্যান্ড ফ্রি”। জার্মান সমঝদার পিটার এসার ছবিটির সম্মানিত ক্রেতা।
ইউনিল্যাড অবলম্বনে।