অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

জলবায়ু পরিবর্তন: সোমালিয়ায় বর্ষাকালেও খরা, অনাহারে ২৫ শতাংশ মানুষ

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ১১:২৫ এএম, ২১ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার  

রাজনৈতিক সংঘাতে বিপর্যস্ত আফ্রিকার দেশ সোমালিয়া। তারউপর গত তিন বর্ষায় খুব একটা বৃষ্টি হয়নি দেশটিতে। জলবায়ু পরিবর্তনের এমন প্রভাবে অনাহারে কাটাচ্ছে দেশটির ২৫ শতাংশ মানুষ। 

জাতিসংঘ এক বিবৃতিতে জানিয়েছে, সোমালিয়ায় গত তিন বছর কম বৃষ্টিপাতের পরে চতুর্থ দফা বৃষ্টিপাত কম হওয়ার আশঙ্কা করা হচ্ছে। গত ৩০ বছরে দেশটিতে কখনও এমন টানা তৃতীয়বার বৃষ্টিহীন বর্ষাকাল দেখা যায়নি। জাতিসংঘ বলেছে, পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কা আছে।  

জাতিসংঘ সতর্ক করেছে যে, সোমালিয়ায় খরার কারণে প্রতি চারজনের মধ্যে একজন অনাহারে দিন কাটাচ্ছে। তীব্র খাদ্য সংকটে থাকা ৪৬ লাখ মানুষের জন্য ২০২২ সালের মে মাসের মধ্যে খাদ্য সহায়তার প্রয়োজন দেখা দিবে।

বিবৃতিতে আরও বলা হয়, খাদ্য, পানি এবং চারণ ভূমির ঘাটতির কারণে ইতোমধ্যে ১ লাখ ৬৯ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে। অনুমান করা হচ্ছে যে, ছয় মাসের মধ্যে ১৪ লাখ মানুষ খরায় ক্ষতিগ্রস্ত হবে।

সাম্প্রতিক বছরগুলিতে, সংঘাত নয় বরং প্রাকৃতিক দুর্যোগ সোমালিয়ায় বাস্তুচ্যুতির প্রধান কারণ। যুদ্ধ বিধ্বস্ত দেশটি জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ।

সোমালিয়া সংক্রান্ত জাতিসংঘ মানবিক সমন্বয়ক অ্যাডাম আবদেলমৌলা এক সাক্ষাৎকারে এএফপিকে বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যে পাঁচ বছর বা তার কম বয়সী তি লাখ শিশু গুরুতর অপুষ্টির ঝুঁকিতে পড়বে।