অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন তামিম

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৫:৪৭ পিএম, ২০ ডিসেম্বর ২০২১ সোমবার  

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি সাইড স্ট্রেইনে চোট পাওয়ার পর গতকাল রবিবার (১৯ ডিসেম্বর) প্রথম মাঠে এসেছিলেন মুস্তাফিজুর রহমান। টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে অনেকক্ষণ বোলিং করেন তিনি। 

পরের দিন ইনডোরে দেখা মিলল তামিম ইকবালের। ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন তিনি। প্রথম দিন বাংলাদেশের অভিজ্ঞ এই ওপেনার ছন্দময় ব্যাটিং করলেন। ইনডোরের নেটের দিকে এগিয়ে যেতেই বোলার হিসেবে পাওয়া গেল স্পিনার রবিউল ইসলাম রবিকে। ডানহাতি এই অফ স্পিনারের একটি ডেলিভারি ডাউন দ্য উইকেটে গিয়ে সীমানা ছাড়া করলেন তামিম। পরের বলে দারুণ এক পুল। এরপর ডাউন দ্য উইকেটে গিয়ে লং অন দিয়ে ছক্কা!

তামিমের ব্যাটিং দেখে বোঝা গেল না কতোদিন পর ব্যাট হাতে নেটে নেমেছিলেন তিনি। নিজেকে ঝালিয়ে নেওয়ার পর্বে সাবলীল তামিমকেই দেখা গেছে। অথচ আঙুলের চোট সারিয়ে দীর্ঘদিন পর ব্যাটিং করলেন তিনি।

গত ২২ নভেম্বর ইংল্যান্ডের লিডসে বিশেষজ্ঞ চিকিৎসক দেখান তামিম। চিড় ধরা আঙুলে অস্ত্রোপচার করানো লাগতে পারে এমন ভাবনা নিয়েই ইংল্যান্ডে গিয়েছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। 

যদিও অস্ত্রোপচার লাগেনি তামিমের। স্ক্যান রিপোর্টে চিড় প্রায় সেরে উঠায় বাংলাদেশ ওপেনারকে পুনবার্সন প্রক্রিয়া দেন চিকিৎসক। এক মাসের সময় বেধে দেওয়া হয় তাকে। এক মাস অবশ্য লাগেনি, এর আগেই মাঠে ফিরলেন তামিম। যদিও শুরুতে হালকা ব্যাটিং করবেন তিনি, ধীরে ধীরে বাড়াবেন ব্যাটিংয়ের সময় ও সক্ষমতা 

এ কারণেই শুধু স্পিনারদের বিপক্ষে ব্যাটিং করেন তামিম। দ্রুতগতির বল খেলবেন কয়েকদিন পর। এ ছাড়া বিসিএল নিয়ে ক্রিকেটাররা ব্যস্ত থাকায় নেট বোলারও পাননি তিনি। স্পিনার রবিউলের পাশাপাশি থ্রোয়ারের বিপক্ষে ব্যাটিং করেন তামিম। এদিন প্রায় ঘণ্টাখানেক ব্যাটিং অনুশীলন করে মাঠ ছাড়েন অভিজ্ঞ এই ওপেনার।

গত জুলাই মাসে জিম্বাবুয় সফরে শুধু ওয়ানডে সিরিজে খেলেন তামিম। হাঁটুর চোটে ছিলেন না টি-টোয়েন্টি সিরিজে। এরপর ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলা হয়নি তামিমের। দীর্ঘদিন খেলার বাইরে থাকায় এবং অপর্যাপ্ত অনুশীলনের অভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকেও নিজেকে সরিয়ে নেন তিনি।