অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রোবোটিক প্রতিযোগিতায় বাংলাদেশ দল বিশ্বসেরা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৬:২৬ পিএম, ১ নভেম্বর ২০২০ রোববার   আপডেট: ০১:২৫ এএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

বিশ্বের ১৭৪টি দেশের মধ্যে রোবোটিক প্রতিযোগিতায় প্রথম হয়েছে বাংলাদেশের মাধ্যমিক পর‌্যায়ের তরুণ শিক্ষার্থীরা। এটি ছিলো প্রথম বৈশ্বিক চ্যালেঞ্জ। বাংলাদেশ দল এই প্রতিযোগিতায় ১১৭ পয়েন্ট পেয়ে প্রথম হয়েছে। দ্বিতীয় হয়েছে উত্তর আফ্রিকার দেশ চিলি। তৃতীয় হয়েছে দক্ষিণ আমেরিকার দেশ চিলি। পাশের দেশ ভারত প্রতিযোগিতায় পঞ্চম হয়েছে। 

রোবোটিকে অলিম্পিক খ্যাত এই প্রতিযোগিতা গত ১ জুলাই শুরু হয়ে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলে।

প্রতিযোগিতার প্রথম আয়োজনটি ছিলো ২০১৬ সালে যুক্তরাষ্ট্রে। দ্বিতীয়টি অনুষ্ঠিত হয় মেক্সিকোতে। তৃতীয়টি ২০১৯ সালে দুবাইয়ে। আর চতূর্থ আয়োজনটি ২০২০ সালে প্রথম গ্লোবাল চ্যালেঞ্জ হিসাবে ভার্চুয়াল প্ল্যাটফর্মে সম্পন্ন হয়।