কোডার্সট্রাস্ট এখন প্রযুক্তি দক্ষতার যুক্তরাষ্ট্রভিত্তিক বৈশ্বিক কোম্পানি
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১২:৪২ পিএম, ২০ ডিসেম্বর ২০২১ সোমবার আপডেট: ১২:৫২ পিএম, ২০ ডিসেম্বর ২০২১ সোমবার
ইওরোপ, আফ্রিকা ও এশিয়ার পর এবার আমেরিকাতে তার বিস্তৃতি ঘটালো তথ্য-প্রযুক্তি প্রশিক্ষণে প্রধান সারির বৈশ্বিক প্রতিষ্ঠান কোডার্সট্রাস্ট। আর এখন থেকে যুক্তরাষ্ট্রেই থাকবে এর সদর দপ্তর।
এ নিয়ে বিশ্বের ছয়টি দেশে কোডার্সট্রাস্ট'র অফিস প্রতিষ্ঠিত হলো। দেশগুলো হচ্ছে- ডেনমার্ক, সুইডেন, কসোভো, কেনিয়া, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র।
ডিজিটাল দক্ষতাকে সহজলভ্য ও নির্বাহযোগ্য ব্যয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয় কোডার্সট্রাস্ট। যা যৌথভাবে প্রতিষ্ঠা করেন তথ্য প্রযুক্তি খাতে বিশ্বে নামকরা উদ্যোক্তা বাংলাদেশি আমেরিকান আজিজ আহমদ এবং ডেনমার্কের সাবেক সামরিক কর্মকর্তা ও প্রযুক্তি উদ্যোক্তা ফার্দিনান্দ কেজারলফ।
প্রযুক্তি ব্যবহারের একটি নমনীয় হাইব্রিড মডেল এখন দ্রুততার সাথে তার ব্যাপ্তি বাড়িয়ে চলেছে। ২০২১ সালের শেষ নাগাদ বিশ্বে এটি ১.৩ ট্রিলিয়ন ডলারের বাজারে পরিণত হবে (ফরেস্টার রিসার্চ ২০২০)।
কোভিড-১৯ এর বৈশ্বিক অতিমারি এই প্রবণতাকে আরও গতি দিয়েছে এমন মত দিয়ে কোডার্সট্রাস্ট জানায়, ডিজিটাল প্ল্যাটফর্মে স্বল্প খরচে কার্যকরভাবে কাজগুলো সম্পন্ন করার পথ তৈরি হয়েছে। বড় বড় ব্যবসায়ি প্রতিষ্ঠানগুলো তাদের প্রকল্প বাস্তবায়নের দল গঠনে ডিজিটাল দক্ষতার ফ্রিল্যান্সারদের খুঁজে নিচ্ছে। প্রতিনিয়ত আরও বেশি বেশি ব্যক্তি মানুষ এই প্রক্রিয়ায় সামিল হয়ে নিজেরাই খুঁজে বের করে নিচ্ছে কার জন্য, কখন, কোথায়, কিভাবে কাজ করবে। তারা স্বাধীনভাবে কাজ বেছে নেওয়ার সুযোগ পাচ্ছে।
"বেশি বেশি মানুষের কাছে ডিজিটাল দক্ষতার শিক্ষা পৌঁছে দেওয়াটা আমার বরাবরের স্বপ্ন। বিশ্বের যে কোনো দেশের জন্য তারুণ্যই তার সবচেয়ে বড় শক্তি। আর এই তারুণ্যকেই আমরা ডিজিটাল দক্ষতায় বলিয়ান করে তুলে, দারিদ্র থেকে বের করে আনার চেষ্টা করছি," বলেন কোডার্সট্রাস্ট'র চেয়ারম্যান আজিজ আহমদ।
নরওয়েভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান আসিনি ক্যাপিটাল'র চেয়ারম্যান কার্সটেন এ সংক্রান্ত খবরে শুভেচ্ছা জানিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিশন পিআরওয়েবকে বলেন, "একটি উচ্চ প্রতিযোগিতামূলক বাজারে ভবিষ্যত অগ্রসরতার ভিত পেয়েছে কোডার্সট্রাস্ট। আমরা আশা করি কোডার্সট্রাস্টে আমাদের সহকর্মীরা তাদের ভবিষ্যত প্রচেষ্টাগুলোতে সফল হতেই থাকবে।"
আজিজ আহমদ একজন বাংলাদেশি আমেরিকান প্রযুক্তি প্রকোশলী ও সফল উদ্যোক্তা। তিনি কোডার্সট্রাস্ট ছাড়াও যুক্তরাষ্ট্রভিত্তিক অপর প্রযুক্তি প্রতিষ্ঠান ইউটিসি অ্যাসোসিয়েটস'র প্রতিষ্ঠাতা ও সিইও। তার প্রতিষ্ঠিত কোডার্সট্রাস্ট বাংলাদেশ এরই মধ্যে দেশে কয়েক লাখ তরুণকে ডিজিটাল দক্ষতার প্রশিক্ষণে প্রশিক্ষিত করে তুলে বিশ্ব বাজারে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। দেশের সাধারণ মানুষের কাছে প্রযুক্তির দক্ষতা পৌঁছে দিতে ২০১৫ সাল থেকে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে কোডার্সট্রাস্ট।