স্মার্টব্যান্ড দিয়ে পর্যটকদের নজরে রাখবে থাইল্যান্ড
সাতরং ডেস্ক
প্রকাশিত: ০৫:৪২ পিএম, ১ নভেম্বর ২০২০ রোববার আপডেট: ০৬:৩২ পিএম, ১ নভেম্বর ২০২০ রোববার
কোভিড-১৯ এর কারণে এপ্রিলের পর থেকেই পর্যটকদের জন্য বন্ধ ছিলো থাইল্যান্ড। অক্টোবরে খুলে দেয়ার পর থেকে আবারও পর্যটকরা ভিড় করছে দেশটিতে। এমন অবস্থায় পর্যটকদের স্বাস্থ্য পরিস্থিতি যাচাইয়ে একটি ডিজিটাল রিস্ট ব্যান্ড (হাতে পরার ব্যান্ড) পরিয়ে দেয়ার কথা ভাবছে দেশটির পর্যটন মন্ত্রণালয়। যা দিয়ে জানা যাবে কোথায় অবস্থান করছে পর্যটকরা তাদের শারীরিক অবস্থাই বা কেমন।
দ্যা ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে বলা হয়, করোনা মোকাবেলায় থাইল্যান্ড অসাধারণ সফলতা দেখিয়েছে। তাই খুব তাড়াতাড়িই পর্যটকদের জন্য সীমানা খুলে দিতে পেরেছে দেশটি। কিন্তু থাইল্যান্ড ভ্রমণে পর্যটকদের সরকার ঘোষিত হাসপাতাল বা হোটেলে ১৪ দিনে কোয়ারেন্টাইনে থাকতে হতো।
এদিকে থাইল্যান্ডভিত্তিক সংবাদপত্র পাতায়া নিউজের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, কোয়ারেন্টাইনের নিয়ম উঠিয়ে এখন থেকে পর্যটকদের হাতে স্মার্ট ব্যান্ড পরিয়ে দেয়া হবে। ফিরে যাওয়া পর্যন্ত এই ব্যান্ড তাদের হাতে থাকবে। যা শরীরের তাপমাত্রা পরিমাপ করতে সক্ষম। কোনো সমস্যা ধরা পড়লে নিকটবর্তী স্বাস্থ্য সংশ্লিষ্টদের সতর্ক বার্তা পাঠাবে এই ব্যান্ড। এছাড়া কোনো পর্যটক পথ হারিয়ে ফেললে ব্যান্ডের মাধ্যমে তাকে নির্দেশনা দেয়া যাবে।
তবে থাইল্যান্ডে প্রবেশ করতে কোভিড-১৯ নেগেটিভ রিপোর্ট, বিমানে চড়তে সক্ষম এমন সার্টিফিকেট এবং থাইল্যান্ডে চিকিৎসা করার মতো স্বাস্থ্যবীমা থাকতে হবে পর্যটকদের।