তৃতীয়বারের মতো হাইপারসনিক মিসাইল পরীক্ষায় ব্যর্থ যুক্তরাষ্ট্র
সাই-টেক ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ১৯ ডিসেম্বর ২০২১ রোববার আপডেট: ০৫:৫৭ পিএম, ১৯ ডিসেম্বর ২০২১ রোববার
তৃতীয়বারের মতো হাইপারসনিক মিসাইল পরীক্ষায় ব্যর্থ হলো যুক্তরাষ্ট্র
তৃতীয়বারের মতো হাইপারসনিক মিসাইল পরীক্ষায় ব্যর্থতার মুখোমুখি হলো মার্কিন বিমান বাহিনী। বুধবার (১৫ ডিসেম্বর) নতুন এ পরীক্ষাটি চালানো হয়েছিল।
ওই মিসাইলটি এর বহনকারী বিমান থেকে অজানা কারণে বের হয়নি। পরে এটি সহ ওই বিমান নিরাপদে ভূমিতে ফিরে আসে।
দ্য ওয়ার জোন ম্যাগাজিন-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিমানবাহিনীর বিগ্রেডিয়ার জেনারেল হিথ কলিন্স এ ব্যর্থ মিশন নিয়ে কথা বলেন। তিনি জানান, ১৫ ডিসেম্বর আকাশ থেকে ভূমিতে (এজিএম) নিক্ষেপণযোগ্য ১৮৩এ এয়ার-লাঞ্চড র্যাপিড রেসপন্স ওয়েপন (এআরআরডব্লিউ) নামের হাইপারসনিক মিসাইলটি একটি বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস বোমারু বিমান থেকে নিক্ষেপের চেষ্টা করা হয়।
কিন্তু পরে এই লঞ্চ মিশনটি অজানা কারণে বাতিল করা হয়। মিসাইলটিকে এখন কারখানায় এনে পরীক্ষা করা হবে। যত দ্রুত সম্ভব আবারও এ মিসাইলের পরীক্ষা চালাবে মার্কিন বিমান বাহিনী।
আগামী ২০২২ সালের সেপ্টেম্বর মাসের মধ্যে হাইপারসনিক মিসাইল তৈরি করতে চায় যুক্তরাষ্ট্র। কিন্তু এখনো খুব একটা সাফল্যের মুখ দেখেনি দেশটি। এর আগে ২০২১ সালের এপ্রিল ও জুলাই মাসে করা দুটো পরীক্ষাও ব্যর্থ হয়।
প্রসঙ্গত বর্তমানে বিশ্বের পরাশক্তিগুলো হাইপারসনিক মিসাইল তৈরির দৌড়ে নেমেছে। শব্দের চেয়ে পাঁচ গুন বেশি গতিতে (ম্যাক-৫) লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে পরের প্রজন্মের এই মিসাইলগুলো ।
এর আগে দ্য ফাইনান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে জানিয়েছিল, চীন হাইপারসনিক মিসাইল সফলভাবে পরীক্ষা চালিয়েছে। আর তাতেই চোখ কপালে উঠে গিয়েছিল পেন্টাগনের বাঘা বাঘা অফিসারদের। এছাড়া উত্তর কোরিয়াও দাবি করেছিল তারা হাইপারসনিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে। তাই যুক্তরাষ্ট্র এখন মরিয়া নিজেদের মিসাইলকে সফলতা দিতে।