অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রাশিয়ায় জরিমানা গুনলো ফেইসবুক ও টেলিগ্রাম

সাই-টেক ডেস্ক

প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ১৯ ডিসেম্বর ২০২১ রোববার  

রাশিয়ায় জরিমানা গুনলো ফেইসবুক ও টেলিগ্রাম

রাশিয়ায় জরিমানা গুনলো ফেইসবুক ও টেলিগ্রাম

রাশিয়ার দৃষ্টিতে অবৈধ এমন কনটেন্ট সরাতে ব্যর্থ হওয়ায় ফেইসবুককে জরিমানা দিতে হয়েছে দেশটিতে। এ জরিমানার পরিমাণ ১৭ মিলিয়ন রুবল বা প্রায় দুই কোটি টাকা।

রাশিয়ার ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি রবিবার (১৯ ডিসেম্বর) জরিমানার এ খবর জানিয়েছে। ভবিষ্যতে ফেইসবুককে রাশিয়ায় আরও বড় অংকের জরিমানার মুখে পড়ে হতে পারে।

মেটা ও গুগল আগামী সপ্তাহে রাশিয়ার আদালতে হাজিরা দেবে। মেটার বিরুদ্ধে অভিযোগ তাদের প্রতিষ্ঠান ফেইসবুক সামাজিক যোগাযোগমাধ্যমের আধেয়ের (কনটেন্ট) ওপর রাশিয়ার নিয়মকানুন বারবার লঙ্ঘন করেছে। এতে করে ফেইসবুকের রাশিয়া থেকে মোট আয়ের একটা অংশ জরিমানা হিসেবে দিতে হতে পারে।

ইন্টারফ্যাক্স আরও জানিয়েছে মেসেজিং অ্যাপ টেলিগ্রামও ১৫ মিলিয়ন রুবল জরিমানা দিয়েছে। ফেইসবুক ও টেলিগ্রাম এখনো এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।