অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

গাভির প্রশংসায় পঞ্চমুখ জাভি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৩:০৬ পিএম, ১৯ ডিসেম্বর ২০২১ রোববার  

বার্সেলোনায় খুব বেশি মনযোগ না পেলেও স্পেন কোচ লুইস এনরিক তাকে রেখেছিলেন বিশ্বকাপ বাছাইপর্বের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের একাদশে। তবে এবার ঘরের ছেলে গাভির প্রশংসা করতে বাধ্য হলেন কাতালান দলটির কোচ জাভি হার্নান্দেজ। 

এলচের বিপক্ষে ৩-২ গোলে জয়ের পর সেনসেশন গাভির প্রশংসায় পঞ্চমুখ বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। ১৭ বছরের এ তরুণ এলচের বিপক্ষে এক গোলের পাশাপাশি একটি অ্যাসিস্টও করেছেন।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোচ জাভি বলেন, তার বয়সটা দেখুন, মাত্র ১৭ বছরের একটা ছেলে সে। এই বয়সেই সে গোল ও অ্যাসিস্ট করে ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে। ওর কাজ খুবই চমকপ্রদ। তাকে পেয়ে আমরা অনেক খুশি। এ জন্য ওকে আমি অন্য কারও সঙ্গে তুলনা করতে চাই না। তার লেভেলের আর কেউই নেই।

শনিবার (১৮ ডিসেম্বর) এলচের বিপক্ষের জয়টি বার্সেলোনার চার ম্যাচ পর কোনো জয়। ন্যু ক্যাম্পে ম্যাচের শুরুর দিকে অফসাইডের কারণে একটি গোল বাতিল হয় কাতালান ক্লাবটির। তবে সেই আক্ষেপে বেশিক্ষণ পুড়তে হয়নি কাতালান ক্লাবটিকে। ম্যাচের ১৬তম মিনিটেই জালের দেখা পেয়ে যায় তারা। ওসমান ডেম্বেলের নেওয়া কর্নারে মাথা ছুঁয়ে এলচের জালে লক্ষ্যভেদ করেন ইয়ুতলা। এরপরই শুরু হয় গাভির নৈপুণ্য দেখানো। ১৯তম মিনিটে স্কোর বোর্ডে নাম লেখান গাভি, মাঝমাঠে বল পেয়ে দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে গোল করেন তিনি।
 
দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া বার্সার দৃশ্যপট পালটে যায় ম্যাচের দ্বিতীয়ার্ধে। এক মিনিটের ব্যবধানে এলচে দুই গোল করলে ড্র করার শঙ্কা ঝেঁকে বসে জাভি হার্নান্দেজের শিষ্যদের। এলচের হয়ে ৬২তম মিনিটে তেতে মরেন্তো ও ৬৩তম মিনিটে পেরে মিলা গোল করেন। সেই শঙ্কা থেকে বার্সাকে বাঁচান একাডেমি প্লেয়ার গাভি। ৮৫তম মিনিটে ম্যাচের পার্থক্যসূচক গোলটি করেন তিনি।

এ জয়ের আগে সবশেষ ভিয়ারিয়ালের বিপক্ষে জিতেছিল বার্সেলোনা। এরপর রিয়াল বেতিস, বায়ার্ন মিউনিখের বিপক্ষে হেরেছে তারা। ওসাসুনার বিপক্ষে বার্সা ড্র করে ২-২ গোলে। এরপর প্রীতি ম্যাচে বুকা জুনিয়র্সের বিপক্ষেও হার বরণ করতে হয় স্প্যানিশ ক্লাবটিকে।