অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

করোনার টিকা পেলেন বান্দরবনের কারাবন্দিরা

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট, বান্দরবন

প্রকাশিত: ০৫:৩৯ পিএম, ১৮ ডিসেম্বর ২০২১ শনিবার  

বান্দরবান জেলা কারাগারের কয়েদিদের করোনার টিকা দেওয়া হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা কারাগারে তাদের টিকা দেওয়া হয়।

টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরিজি। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার অংসুই প্রু মার্মা জেল সুপার রিয়াদ বিন ইব্রাহিম ভূঞাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও চিকিৎসকরা।

এসময় বান্দরবান জেলা কারাগারের ২৯৬ জন কারাবন্দিকে সিনোফার্মের প্রথম ডোজ করোনার টিকা দেওয়া হয়।

এবিষয়ে ডাক্তার অংসুই প্রু মার্মা বলেন, জেলখানার কয়েদিদের করোনার টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। ৩০০ জন কয়েদিদের দেওয়ার টার্গেট ছিল এরমধ্যে ২৯৬ জনকে দেওয়া হয়েছে। এছাড়াও কারা রক্ষী কেউ যদি না নিয়ে থাকেন তাদেরও দেওয়া হবে। প্রথম ডোজ দেওয়ার ১ মাস পর তাদেরকে দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

বান্দরবানে এ পর্যন্ত ১ লাখ ৬৪ হাজার ৭ জনকে করোনার প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে এবং ১ লাখ ৪০ হাজার জন করোনার দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১৪ জন।