অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সফলভাবে মঙ্গলে ১৮তম উড়াল সম্পন্ন করলো নাসার ইনজেনুইটি

সাই-টেক ডেস্ক

প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ১৮ ডিসেম্বর ২০২১ শনিবার  

মার্স হেলিকপ্টার ইনজেনুইটি

মার্স হেলিকপ্টার ইনজেনুইটি

মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা’র মার্স হেলিকপ্টার মঙ্গলগ্রহের আকাশে ১৮তম বারের মতো সফলভাবে উড্ডয়ন করেছে।

বুধবার (১৫ ডিসেম্বর) সর্বশেষ এ ফ্লাইটে নয় কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ৭৫৪ ফুট এলাকায় উড্ডয়ন করে ইনজেনুইটি নামের এ হেলিকপ্টার। নাসা’র জেট প্রপালশন ল্যাবরেটরি (জেপিএল) এক টুইটে শনিবার (১৮ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে।

এ ঘটনা আপাতদৃষ্টিতে আহামরি কিছু নয় বলে মনে হলেও বিজ্ঞান ও মহাকাশ গবেষণার দৃষ্টিকোণ থেকে এটি বিশাল অর্জন। মঙ্গলগ্রহে প্রথমবারের মতো মনুষ্যনির্মিত হেলিকপ্টার ওড়ানো পদার্থবিজ্ঞান, প্রকৌশলবিদ্যার এক উল্লেখযোগ্য সাফল্য। খবর স্পেইস ডট কম-এর।

২০২১ সালের ফেব্রুয়ারি মাসে এই ১.৮ কেজি ওজনের হেলিকপ্টারটিকে পার্সিভেরান্স রোভারে করে মঙ্গলগ্রহে সফলভাবে স্থাপন করে নাসা। এর প্রধান উদ্দেশ্য ছিল এটা প্রমাণ করা যে মঙ্গলের অতি পাতলা আবহমণ্ডলে যন্ত্রশক্তিসম্পন্ন ফ্লাইট পরিচালনা করা সম্ভব। এখন পর্যন্ত সেটি প্রমাণ করে তার চেয়েও বেশি কিছু করে যাচ্ছে ছোট্ট এ আশ্চর্য হেলিকপ্টারটি।