বিজয়ের সুবর্ণজয়ন্তীতে নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
পুলক মাহমুদ, নিউইয়র্ক
প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ১৮ ডিসেম্বর ২০২১ শনিবার
বিজয়ের সুবর্ণজয়ন্তীতে নিউইয়র্কে একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিলো শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ। স্থানীয় সময় শুক্রবার (১৭ ডিসেম্বর) নিউইয়র্কে প্রবাসের ক্ষুদে শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ফুটিয়ে তোলেন একাত্তরের রনাঙ্গনের বীরত্ব গাঁথা।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সাত বীরশ্রেষ্ঠের পরিচয় পড়ে শোনান শিল্পীরা। এরপর এক মনোজ্ঞ পরিবেশনার মাধ্যমে একাত্তরের অগ্নিঝরা সেই দিনগুলোর কথা মনে করিয়ে দেন দর্শকদের।
অনুষ্ঠানের মূল আকর্ষন ছিলো প্রবাসে বসবাসরত বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা। তাঁদের হাতে ক্রেস্ট এবং উত্তরীয় তুলে দেন শেখ রাসেল ফাউন্ডেশনের সদস্যরা।
ক্ষুদে শিল্পীদের পাশাপাশি বড়দের সংগীত পরিবেশনা মুগ্ধ হয়ে শোনেন হল ভর্তি দর্শক।
অনুষ্ঠান শেষ হয় শপথ গ্রহনের মধ্য দিয়ে। বিজয়ের সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রীর শপথ বাক্য পাঠের সাথে স্বাধীনতার সূর্যসৈনিকরা শপথ নেন নতুন প্রজন্মকে সাথে নিয়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ’র চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ড. আব্দুল বাতেন, প্রেসিডেন্ট ডা. ফেরদৌস খন্দকার, জেনারেল সেক্রেটারী আল আমিন বাবুসহ সংগঠনের অন্যান্য সদস্যসহ নিউইয়র্কের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।