অমিক্রন মোকাবেলায় শেষ অবলম্বন হবে স্কুল বন্ধ: ইউনিসেফ
অপরাজেয় বাংলা ডেস্ক
প্রকাশিত: ০৩:২৬ পিএম, ১৮ ডিসেম্বর ২০২১ শনিবার আপডেট: ০৩:২৭ পিএম, ১৮ ডিসেম্বর ২০২১ শনিবার
ইউনিসেফ-এর বিদায়ী নির্বাহী পরিচালক হেনরিয়েতা ফোর বলেছেন, বিশ্বব্যাপী স্কুলগুলো বন্ধ করাকে দ্রুত ছড়ানো অমিক্রন ভ্যারিয়েন্টকে মোকাবেলার জন্য সর্বশেষ প্রতিরোধ ব্যবস্থা হিসেবে চিন্তা করা উচিত।
শুক্রবার (১৭ ডিসেম্বর) এক বিবৃতিতে ফোর বলেছেন, কোনো দেশের সব স্কুল বন্ধ করাকে যেকোনোভাবে পরিহার করতে হবে।
“কোভিড-১৯-এর কম্যিউনিটি ট্রান্সমিশন শুরু হলে এবং জনস্বাস্থ্য ব্যবস্থাপনা কঠোর করার প্রয়োজনীয়তা দেখা দিলে, স্কুলগুলোর উচিক সবার পরে বন্ধ হওয়া এবং সবার আগে পুনরায় খোলা,” বলেন ফোর। খবর ভারতের গণমাধ্যম দ্য ট্রিবিউন-এর।
জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ-এর নির্বাহী পরিচালক পদ থেকে বিদায় নিচ্ছেন হেনরিয়েতা ফোর। আগামী বছরের শুরুর দিকে তার স্থলাভিষিক্ত হবেন হোয়াইট হাউজের সিনিয়র কর্মকর্তা ক্যাথেরিন রাসেল।