৭টি নজরদারি গ্রুপ নিষিদ্ধ করলো মেটা
সাই-টেক ডেস্ক
প্রকাশিত: ০৭:০৫ পিএম, ১৭ ডিসেম্বর ২০২১ শুক্রবার
মেটা
মেটা জানিয়েছে এটি ফেইসবুক ও ইনস্টাগ্রাম থেকে সাতটি নজরদারি গ্রুপকে নিষিদ্ধ করেছে। এই গ্রুপগুলো বিশ্বের ১০০টির বেশি দেশের ৫০ হাজার ব্যবহারকারীর ওপর নজরদারি চালিয়েছিল।
কোম্পানিটি এই গ্রুপগুলোকে 'সাইবার মার্সেনারি' বলে অভিহিত করেছে। এই দলগুলোকে ভাড়া করা যেত। তারা তাদের ক্লায়েন্টের হয়ে ফেইসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদেরও ওপর নজরদারি চালাত। এছাড়া তারা নজরদারি চালানোর জন্য ক্লায়েন্টদের প্রয়োজনীয় প্রযুক্তিও সরবরাহ করত।
তারা সাংবাদিক, ভিন্নমতাবলম্বী, স্বৈরশাসকদের সমালোচনাকারী, বিরোধীদলের সদস্য, মানবাধিকার কর্মী ইত্যাদি ব্যক্তির ওপর নজরদারি চালাত। যদিও তারা দাবি করেছিল তাদের টার্গেট কেবল অপরাধী ও সন্ত্রাসীরা ছিল। খবর ইয়াহু নিউজ-এর।
দীর্ঘ এক মাস তদন্তের পর এ বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মেটা। কোন সাতটি গ্রুপকে নিষিদ্ধ করেছে তা প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।