অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কৃত্রিম বুদ্ধিমত্তা কমাবে আত্মহত্যা

সাই-টেক ডেস্ক

প্রকাশিত: ০৫:৩৮ পিএম, ১৭ ডিসেম্বর ২০২১ শুক্রবার   আপডেট: ০৫:৪৬ পিএম, ১৭ ডিসেম্বর ২০২১ শুক্রবার

বিশ্বের সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটা দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়ার নাম থাকবে সবার ওপরে। ২০২০ সালে দেশটিতে প্রতি এক লাখ লোকের মধ্যে ২৩.৫ জন মানুষ আত্মহত্যা করেছে।

আত্মহত্যা প্রতিরোধ করার জন্য দেশটিতে কেন্দ্রীয় ও স্থানীয় সরকারগুলো নানা ব্যবস্থা গ্রহণ করে থাকে। এবার আত্মহত্যা ঠেকাতে কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) ব্যবহার করতে যাচ্ছে দেশটি।

সিউলের হান নদীর ওপর থাকা অনেকগুলো ব্রিজের ওপর থেকে প্রতিবছর ৫০০ বার আত্মহত্যার চেষ্টা করা হয়। সিউল মেট্রোপলিটন ফায়ার অ্যান্ড ডিজাস্টার হেডকোয়ার্টার্স সম্প্রতি চেষ্টা করছে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এ ব্রিজ-সংশ্লিষ্ট আত্মহত্যাগুলো ঠেকাতে।

সিউল ইনস্টিটিউট অভ টেকনোলজি (এসআইটি)-এর সহায়তায় তৈরি এ কৃত্রিম বুদ্ধিমত্তা ২০২০ সালের এপ্রিল মাস থেকেই শেখার কাজটি করে আসছে। অর্থাৎ এই এআই প্রযুক্তিকে ডিপ লার্নিং প্রক্রিয়ায় তথ্য সরবরাহ করা হয়েছে এতদিন।

এখন থেকে এসব তথ্যের ওপর ভিত্তি করে রিয়াল-টাইম ডেটা বিশ্লেষণ করে কোনো ব্যক্তি আত্মহত্যা করার উদ্দেশ্য নিয়ে ওই কোনো ব্রিজে এসেছে কিনা তা নিয়ে আগাম জানতে সহায়তা করবে এ এআই প্রযুক্তি।

যেমন একজন ব্যক্তি কতক্ষণ ধরে কোনো ব্রিজের আশেপাশে অবস্থান করছেন, তার মুখভঙ্গি, বা সুইসাইড হটলাইনে একজন সম্ভাব্য আত্মহত্যাকারীর কথোপকথন; ইত্যাদি ডেটা বিশ্লেষণ করে উদ্ধারকারী দলের কাছে প্রয়োজনীয় বার্তা পাঠাবে এটি।