অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ক্যামেরুন গ্রিন কীভাবে আউট হবেন আগেই জানতেন পন্টিং!

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ১৭ ডিসেম্বর ২০২১ শুক্রবার  

অ্যাশেজের দ্বিতীয় টেস্টে অ্যাডিলেট ওভালে প্রথম দিনে ছিল অস্ট্রেলিয় আধিপত্য। তবে দ্বিতীয় দিনেই ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। প্রথম সেশনেই তুলে নেয় মার্নিস লেবুশেইন, ক্যামেরুন গ্রিন ও ট্রেভিস হেডের উইকেট। 

যেখানে ক্যামরুন গ্রিনের আউট নিয়ে চর্চা চলছে ক্রিকেটবিশ্বে। কারণ আউটের ঠিক আগেই পন্টিং বলেছেন কীভাবে আউট হতে পারেন এই অলরাউন্ডার। 

ট্রেভিস হেড আউট হওয়ার পর মাঠে নামেন গ্রিন। বেন স্টোকস হাতে বল নেওয়ার পর পন্টিং বলেন, বাতাসে বল ঘুরলে গ্রিন আউট হতে পারে। কারণ গ্রিন খানিকটা পরে ব্যাট নিচে নামায়। 

ঠিক পরের বলেই স্টোকসের বলে বোল্ড হন গ্রিন। বাতাসে ভাসা বলের বিপক্ষে কোন জবাব ছিলো না তার। 

পন্টিং ধারাভাষ্য কক্ষে বলছিলেন, গ্রিনের জন্য আলাদা পরিকল্পনা নিয়েছে ইংল্যান্ড। বল ফুলার লেন্থের হবে আর তার স্ট্যাম্প লক্ষ্য করে বল ছোঁড়া হবে। সে ফ্রন্ট ফুটে অনেক জায়গা ছেড়ে দেয়। এটা যে কোন ব্যাটসম্যানের চিন্তার বিষয়। কারণ এতে বোল্ড বা এলবিডব্লিউর সম্ভাবনা থাকে। 

এরপর গ্রিন আউট হতেই ভিডিও নিয়ে শুরু হয় আলোচনা। টুইটারে দ্রুত ছড়িয়ে পড়ে ভিডিওটি। সবাই পন্টিংয়ের বিশ্লেষণ ক্ষমতার প্রশংসা করেন। 

প্রথম সেশনে তিন উইকেট হারালেও দ্বিতীয় সেশনে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। সাত উইকেট হারিয়ে ৪৪৮ রান তুলেছে স্বাগতিকরা।