অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মাকড়সার দৌরাত্ম্যে থেমে গেল কোভিড প্রেস ব্রিফিং

সাতরং ডেস্ক

প্রকাশিত: ০৩:১৭ পিএম, ১৭ ডিসেম্বর ২০২১ শুক্রবার  

দেশ, মহাদেশ অস্ট্রেলিয়ায় এমন সব পোকামাকড় ও প্রাণী আছে যেগুলোর অস্তিত্ব নিয়ে বাকি পৃথিবীর অনেক মানুষের কোনো ধারণাই নেই। অস্ট্রেলিয়ার মানুষদের পোকামাকড় গা সওয়া হয়ে গেছে। যেখানে সেখানেই এসব পোকামাকড়ের সাক্ষাৎ পাওয়া যায়।

দেশটির কুইন্সল্যান্ডের স্বাস্থমন্ত্রী ইভেট ডা’আথ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) প্রতিদিনকার মতো করোনাভাইরাসের নিয়মিত আপডেট জানাচ্ছিলেন। কিন্তু তার ব্রিফিং-এ বাধা দিলো পেল্লায় সাইজের একটা হান্টসম্যান মাকড়সা।

ওই স্পাইডারের পরিকল্পনা ছিল বোধহয় মন্ত্রী মহোদয়ার মাথায় চড়ে বসা, তাই এটি তার গায়ে উঠে গিয়েছিল। তাতেই কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় ব্রিফিং। এ সময় মন্ত্রী ডা’আথ বলেন, “কেউ কি পারবেন আমার ওপর থেকে এ মাকড়সাটা ফেলে দিতে?” পরে দুজন এগিয়ে এসে মাকড়সাটিকে ওই স্থান থেকে তাড়িয়ে দেয়।

হান্টসম্যান মাকড়সাগুলো বিষ ব্যবহার করে শিকারকে জড়বৎ করে দিতে পারে। এর আগে এই মাকড়সাগুলো মানুষের শরীরে কামড় দিয়ে মারাত্মক বিষক্রিয়া সৃষ্টি করার রেকর্ড রয়েছে। খবর ডেইলি মেইল-এর।