অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

২২ বছরে পাঞ্জেরী পাবলিকেশন্স

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০১:০৬ পিএম, ১৭ ডিসেম্বর ২০২১ শুক্রবার   আপডেট: ০২:৪৮ পিএম, ১৭ ডিসেম্বর ২০২১ শুক্রবার

দেশের অন্যতম শীর্ষ প্রকাশনা সংস্থা পাঞ্জেরী পাবলিকেশন্সের একুশতম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ২২তম বছরে পা দিলো রুচিশীল ও পাঠকপ্রিয় এই প্রকাশনা সংস্থাটি।

১৯৯৪ সালের ১৯ নভেম্বর পাঞ্জেরীর জন্ম হলেও ২০০০ সালে এটি লিমিটেড কোম্পানিতে পরিণত হয়। লিমিটেড কোম্পানি হিসেবে পাঞ্জেরী পাবলিকেশনস ২১ বছর পূর্তি হলো।

মেধা ও মননশীলতার বিকাশে’র অঙ্গীকার নিয়ে যাত্রা করা পাঞ্জেরী তার দীর্ঘ ২৮ বছরের পথ চলায় পাঠক, লেখক এবং শুভানুধ্যায়ীসহ সবার যে ভালোবাসা আর সহযোগিতা পেয়েছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পাঞ্জেরী পাবলিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট প্রকাশনা ব্যক্তিত্ব কামরুল হাসান শায়ক।

পাঞ্জেরীর বিশেষ এই দিনে তিনি বলেন, ‘আমরা একটি স্বপ্ন বিনির্মাণে বিভোর হয়েছিলাম। বাংলাদেশের প্রকাশনা খাতের উন্নয়ন ও পরিবর্তনের স্বপ্নই পাঞ্জেরী পাবলিকেশনসের জন্মের প্রত্যয়। আমাদের দীর্ঘ পথ পরিক্রমায় মেধা, শ্রম ও সমর্থন দিয়ে সমৃদ্ধ করেছেন দেশের বুদ্ধিজীবী, লেখক, সাংবাদিক, শিক্ষক, পাঠক, শিক্ষার্থী ও এক ঝাঁক সহযোদ্ধা। তাদের প্রতি ভালোবাসা ও অশেষ কৃতজ্ঞতা।’

কামরুল হাসান শায়ক, ব্যবস্থাপনা পরিচালক, পাঞ্জেরী

কামরুল হাসান শায়ক আরও বলেন, ‘আমাদের ভবিষ্যত পথচালায় অতীতের মতো সবার সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি। আশাকরি সবাই আমাদের পাশে থাকবেন।