অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চীনের ১০০ শহরে মুক্তি পাচ্ছে সুশান্তের ছিচোড়ে

এন্টারটেইনমেন্ট ডেস্ক

প্রকাশিত: ০৫:৩৯ পিএম, ১৫ ডিসেম্বর ২০২১ বুধবার  

সুশান্ত সিং রাজপুতের শেষ সিনেমা “ছিচোড়ে” (২০১৯) আগামী বছরের ৭ জানুয়ারিতে চীনে মুক্তি পাবে। দেশটির ১০০টি শহরের প্রায় ১১ হাজার পর্দায় মুক্তি দেওয়া হবে সিনেমাটি।

এটি পরিচালনা করেছেন নীতেশ তিওয়ারি। এর আগে ভারতের অনেক সিনেমা চীনে মুক্তি পেয়ে শতকোটির ব্যবসা করেছিল। তিওয়ারির “দঙ্গল” (২০১৬) সিনেমাটি চীনের বক্স অফিসে ১০০০ কোটি রুপির বেশি আয় করেছিল।

“ছিচোড়ে” মুক্তির পর ভারতে বেশ প্রশংসা পায়। দেশের ভেতরে এটি ১৫৩ কোটি রুপি আয় করেছিল। করোনা মহামারির পর প্রথম কোনো ভারতীয় সিনেমা হিসেবে চীনে মুক্তি পেতে যাচ্ছে “ছিচোড়ে”। খবর বলিউড হাঙ্গামা’র।

“ছিচোড়ে” সিনেমাটিতে রাজপুতের পাশাপাশি আরও অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর, বরুণ শর্মা, তুষার পাণ্ডেসহ অনেকে।