অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. সৌমিত্র শেখর

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৩:২৬ পিএম, ১৫ ডিসেম্বর ২০২১ বুধবার   আপডেট: ০৩:৫৭ পিএম, ১৫ ডিসেম্বর ২০২১ বুধবার

অধ্যাপক ড. সৌমিত্র শেখর।

অধ্যাপক ড. সৌমিত্র শেখর।

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সৌমিত্র শেখর।

আগামী চার বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (১৫ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

এর আগে, ২০১৭ সালের ১৪ নভেম্বর থেকে ২০২১ সালের ১৩ নভেম্বর পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।