বখশিশ সাড়ে ৩ লাখ টাকা, তাতেই হারাতে হলো চাকরি?
সাতরং ডেস্ক
প্রকাশিত: ০৩:১৬ পিএম, ১৫ ডিসেম্বর ২০২১ বুধবার
রেস্টুরেন্টে খাওয়ার পর ভোক্তারা খুশি হয়ে ৪০০০ ডলার বা প্রায় তিন লাখ ৪৫ হাজার টাকা টিপ দিয়ে গেছিলেন দুই ওয়েট্রেসকে। আর তার জেরেই চাকরিচ্যুত হতে হলো তাদের একজনকে।। এমনই অভিযোগ উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্রের আরকানসাসের একটি রেস্তোরাঁর বিরুদ্ধে।
এ বছের ডিসেম্বরের ছয় তারিখ আরকানসাসের ওভেন অ্যান্ড ট্যাপ রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে। ৪০ জন গ্রাহকের একটি দলকে খাবার পরিবেশন করেন ওয়েট্রেস রায়ান ব্র্যান্ডট। তার সাথে ছিলেন আরেকজন ওয়েট্রেস।
প্রতিটি কাস্টমার যাওয়ার সময় খুশি হয়ে ১০০ ডলার করে দিয়ে গিয়েছিলেন। তারা ওই ইনাম দিয়েছিলেন কেবল ওই দুইজন ওয়েট্রেসকে। কিন্তু রেস্তোরাঁর ম্যানেজার গো ধরলেন, পুরো অর্থ রেস্তোরাঁর সবার মধ্যে ভাগ করে দিতে হবে।
সেদিন সেখানে খেয়েছিলেন উইটলি অর্গানাইজেশনের সদস্যরা। তার মালিক গ্র্যান্ট ওয়াইজ এ খবর শুনে রেস্তোরাঁর মালিকের কাছে ফোন করে বখশিশের সব অর্থ ফেরত নিয়ে নিলেন। তারপর তারা সে অর্থ ভাগ করে দিয়েছিলেন রায়ান আর তার সহকর্মীকে।
এরপরই রেস্তোরাঁ কর্তৃপক্ষ রায়ানকে বরখাস্ত করে। রায়ানের দাবি এই টিপকাণ্ডের কারণেই তাকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। কিন্তু ওভেন অ্যান্ড ট্যাপ কর্তৃপক্ষ তা আস্বীকার করেছেন। তাদের দাবি, যদি টিপের জন্যই রায়ানের চাকরি চলে যায়, তাহলে অন্য ওয়েট্রেস এখনো কীভাবে ওই রেস্তোরাঁয় দিব্যি কাজ করছে?
এ ঘটনার পরে গ্র্যান্ট ওয়াইজ রায়ানের জন্য গোফান্ডমি-তে একটা তহবিল খোলেন। সেখানে এখন পর্যন্ত ৪৯৩ জন দাতা রায়ানের জন্য ১৪ হাজার ১৪৫ ডলার (১২ লাখ টাকা) সহায়তা করেছেন।
নিউ ইয়র্ক পোস্ট অবলম্বনে।