অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রকেট সায়েন্টিস্ট হতে হলে কতটুকু বুদ্ধি লাগে?

সাই-টেক ডেস্ক

প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ১৪ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার   আপডেট: ০৬:৫৪ পিএম, ১৪ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার

রকেট বিজ্ঞানী বা নিউরোসার্জন হতে হলে কতটুকু জ্ঞানগম্যি লাগে? সাধারণের চাইতে তো বেশি-ই, এটা আপনি নিশ্চয়ই হলপ করে বলতে চাইবেন? কিন্তু আসলেই কি তা-ই?

নতুন এক গবেষণায় দেখা গেছে রকেট বিজ্ঞানী বা মস্তিষ্ক বিশেষজ্ঞ হতে হলে আহামরি কোনো মেধা নিয়ে জন্মাতে হয় না। বরঞ্চ এ ধরণের বিশেষজ্ঞ মানুষদের মস্তিষ্কের ক্ষমতা সাধারণ মানুষদের মস্তিষ্কের কাতারেই পড়ে।

ব্রিটিশ মেডিকেল জার্নাল-এ প্রকাশিত হয়েছে এ গবেষণাটি। গবেষকেরা ৩২৯ জন বিমান প্রকৌশলী (অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার) ও ৭২ জন নিউরোসার্জনের ওপর একটি পরীক্ষা চালান। খবর বিবিসি-এর।

তাদের ধীশক্তি নির্ণয় করার জন্য তাদেরকে কিছু কাজ সম্পন্ন করতে দেওয়া হয়। আর তা বিশ্লেষণ করেই গবেষকেরা দেখিয়েছেন সাধারণ ব্রিটিশ নাগরিকেরা যে পরিমাণ ধীশক্তির অধিকারী, এই বিশেষজ্ঞদের জ্ঞানের বহরও তাদের চেয়ে খুব একটা আহামরি পরিমাণ বেশি নয়।

সুতরাং, চাইলেই আপনিও হতে পারবেন একজন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার বা নিউরোসার্জন। কিন্তু, তার পরেও ব্যাপারটা যে ছেলের হাতের মোয়া নয়, তা নিশ্চয়ই আপনাকে বলে দিতে হবে না?