অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মালয়েশিয়ায় যেতে কত খরচ হবে জানালেন মন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৪:১৮ পিএম, ১৪ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার   আপডেট: ০৪:২৮ পিএম, ১৪ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার

মালয়েশিয়ায় সব সেক্টরে কর্মী পাঠাতে সে দেশের সঙ্গে শিগগিরই সমঝোতা স্মারক সই হবে। কর্মীরা যাতে ১ লাখ ৫০ হাজার টাকার মধ্যে যেতে পারেন সে প্রচেষ্টা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী মন্ত্রী ইমরান আহমদ।

জানা গেছে, মালয়েশিয়ায় কর্মী নিয়োগে সমঝোতা স্মারকে সইয়ের জন্য ১৮ ডিসেম্বর রাতে কুয়ালালামপুর যাবেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। ১৯ তারিখ সমঝোতা স্মারকে সাক্ষর করা হবে। 

এর আগে শুক্রবার (১০ ডিসেম্বর) রাতে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী এম সারাভানান আনুষ্ঠানিক এক চিঠিতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে আমন্ত্রণ জানান। মন্ত্রীকে চলতি মাসের ১৬ বা ১৭ তারিখে সমঝোতা স্মারক সইয়ের জন্য আমন্ত্রণ জানানো হয়। 

কিন্তু বাংলাদেশে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবসের অনুষ্ঠান। তাই মালয়েশিয়ার নির্ধারিত দিনে বাংলাদেশের মন্ত্রীসহ প্রতিনিধিদের দেশটিতে যাওয়া সম্ভব হচ্ছে না।

অন্যদিকে ১৯ ডিসেম্বরের পর দেশে থাকবেন না মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী এম সারাভানান। এমন বাস্তবতায় ১৮ ডিসেম্বর অভিবাসী দিবসের অনুষ্ঠান শেষে রাতেই মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন মন্ত্রী ইমরান আহমদ। পর দিন ১৯ ডিসেম্বর মালয়েশিয়ায় সই হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত ও আলোচিত শ্রমবাজার সংক্রান্ত সমঝোতা স্মারক।