অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সাকিবের সেরা একাদশে অধিনায়ক হাবিবুল বাশার, আছেন আশরাফুল-রফিক

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ১৩ ডিসেম্বর ২০২১ সোমবার  

বাংলাদেশের সর্বকালের সেরা একাদশ বাছাই করেছেন সাকিব আল হাসান। তার একাদশে অধিনায়ক করেছেন হাবিবুল বাশারকে। এছাড়া পঞ্চপাণ্ডবের পাশাপাশি জায়গা পেয়েছেন রফিক, আশরাফুলরাও।

সম্প্রতি অনলাইন বাণিজ্য প্লাটফর্ম দারাজের এক ফেসবুক আড্ডায় সাকিবের কাছে জানতে চাওয়া হয় দেশের সর্বকালের সেরা একাদশে তিনি কাদের রাখতে চান। তখন নিজের একাদশের কথা জানান এই অলরাউন্ডার। 

সাকিবের একাদশে ৫ ব্যাটসম্যান, দুই অলরাউন্ডার ও এক স্পিনারের পাশাপাশি আছেন ৩ পেসার। ওপেনিংয়ের দায়িত্বে থাকবেন তামিম ইকবাল ও জাভেদ ওমর বেলিম। 

তিন নম্বর পজিশনে সাকিব রেখেছেন মোহাম্মদ আশরাফুলকে। অধিনায়ক হিসেবে হাবিবুল বাশার আছেন। পরের পজিশন গুলো রেখেছেন নিজের, মুশফিক ও মাহমুদউল্লাহর জন্য। 

স্পিনার হিসেবে রেখেছেন মোহাম্মদ রফিককে এবং তিন পেসার হলেন মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান। 

সাকিব নিজের সেরা পছন্দের একাদশ বাছাই করতে গিয়ে বলেন, ‘’হুট করে এভাবে এগারো জনের নাম বলা আসলে কঠিন। তারপরও যদি শুরু করি, ওপেনার থেকে শুরু করলে তামিম। দ্বিতীয় ওপেনার জাভেদ ওমর বেলিম। তিন নম্বরে মোহাম্মদ আশরাফুল। চারে সাকিব আল হাসান (হাসি)।এরপর মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ। সাত নম্বরে মোহাম্মদ রফিক। আটে মাশরাফি বিন মুর্তজা। হাবিবুল বাশার অধিনায়ক। দুইজন ফাস্ট বোলার রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।”

এক নজরে সাকিবের বাছাই করা বাংলাদেশ দলের সর্বকালের সেরা একাদশ:

তামিম ইকবাল, জাভেদ ওমর বেলিম, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মুর্তজা, হাবিবুল বাশার (অধিনায়ক), রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।