সোভিয়েতের পতনের পর ট্যাক্সি চালাতেন পুতিন
সাতরং ডেস্ক
প্রকাশিত: ০২:৩৪ পিএম, ১৩ ডিসেম্বর ২০২১ সোমবার আপডেট: ০২:৩৪ পিএম, ১৩ ডিসেম্বর ২০২১ সোমবার
সোভিয়েত ইউনিয়নের পতনকে “ঐতিহাসিক রাশিয়া”র সমাপ্তি হিসেবে উল্লেখ করে রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন তিনি সেই সময় ট্যাক্সি চালিয়ে জীবিকা নির্বাহ করেছিলেন।
একসময়ের কেজিবি’র এই এজেন্ট বলেছেন তিন দশক আগের সেই দেশবিভাগ “বেশিরভাগ নাগরিকের” জন্য এখনো “ট্র্যাজেডি” হিসেবে স্থায়ী হয়ে আছে।
রাশিয়ার চ্যানেল ওয়ান-এর আসন্ন ফিল্ম “রাশিয়া। রিসেন্ট হিস্টোরি”-এর কিছু অংশ প্রকাশ করেছে আরআইএ নভোস্তি নামের দেশটির একটি গণমাধ্যম। সেখানে এসব মন্তব্য করেছেন ভ্লাদিমির পুতিন। খবর এএফপি’র।
সোভিয়েত ইউনিয়নের পতনে মর্মাহত হয়েছিলেন পুতিন। তিনি এ ঘটনাকে বলেছেন “২০ শতকের সবচেয়ে বড় ভূ-রাজনৈতিক বিপর্যয়”।
সেসময় রাশিয়ার অনেক মানুষ হঠাৎ দরিদ্র হয়ে গিয়েছিলেন। পুতিন জানিয়েছেন মাঝেমধ্যে তিনি ট্যাক্সি চালিয়ে দুটো বাড়তি পয়সা আয় করতেন। পুরনো অতীতের কথা তুলতে অস্বস্তিবোধ করছিলেন তিনি। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে।