অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পাকিস্তানে গিয়ে করোনাক্রান্ত ৩ ক্যারিবীয় ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২:৪৪ পিএম, ১২ ডিসেম্বর ২০২১ রোববার  

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) জানিয়েছে, শেলডন কটরেল, রোস্টন চেজ, কাইল মায়ার্স ও কোচিং সদস্যের বাইরের একজনের কভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছে।

সীমিত ওভারের দুই সিরিজ খেলতে এই তিন ক্যারিবিয়ান দলের সঙ্গে পাকিস্তান সফরে আছেন। করাচি পৌঁছার পর তাদের করোনা পরীক্ষা করা হয়। তবে সফরকারী দলের বাকি সদস্যদের আরটি-পিসিআর পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

সিডব্লিউআই আরও জানায়, পজিটিভ আসা এই তিন খেলোয়াড়ের শরীরে করোনার কোনো প্রধান উপসর্গ দেখা যায়নি। তারা আগেই করোনার টিকা নিয়েছিলেন।

তবে পজিটিভ হওয়ায় পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে দেখা নাও যেতে পারে কটরেল, চেজ ও মায়ার্সকে। আরটি-পিসিআর পরীক্ষার ফল নেগেটিভ না আসা পর্যন্ত পাকিস্তানেই ১০ দিনের স্বেচ্ছা-আইসোলেশনে থাকবেন তারা।

পাকিস্তান সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে সিরিজ খেলবে ক্যারিবিয়ানরা। ১৩ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে সীমিত ওভারের এই দুই সিরিজ। সব ম্যাচ হবে করাচির জাতীয় স্টেডিয়ামে।