টেস্ট হারের পর আরও দুঃসংবাদের মুখে ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:২০ পিএম, ১১ ডিসেম্বর ২০২১ শনিবার
টেস্ট হারের পর আরও দুঃসংবাদের মুখে ইংল্যান্ড
অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে ইংল্যান্ড। কিন্তু এতেই শেষ না। আরও দুঃসংবাদের মুখে টিম ইংল্যান্ড।
মন্থর গতির কারণে পাঁচ পয়েন্ট কাটা হয়েছে ইংল্যান্ডের। পাশাপাশি তাদের পুরো ম্যাচ ফি জরিমানা করেছে আইসিসি।
এই টেস্টে নির্ধারিত সময়ের চেয়ে পাঁচ ওভার পিছিয়ে ছিল তারা। আইসিসির নিয়মে বলা আছে, প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা এবং সেই হিসেবে এখন ১০০ শতাংশ জরিমানা দিতে হচ্ছে ইংলিশদের। পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল থেকে ৫ পয়েন্ট কেটে নেয়া হচ্ছে তাদের।
এদিকে ম্যাচ জয়ের নায়ক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ট্রেভিড হেডকেও জরিমানা করেছে আইসিসি। ট্রেভিড এই টেস্টের একমাত্র সেঞ্চুরিয়ান।
ম্যাচ চলাকালীন অশালীন ভাষা ব্যবহারের কারণে তাকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা দিতে হচ্ছে। পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন তিনি।