অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ভাসমান শহর বানাচ্ছে দক্ষিণ কোরিয়া

সাতরং ডেস্ক

প্রকাশিত: ১২:১৯ পিএম, ১১ ডিসেম্বর ২০২১ শনিবার   আপডেট: ১২:৫৬ পিএম, ১১ ডিসেম্বর ২০২১ শনিবার

ভাসমান শহর

ভাসমান শহর

দক্ষিণ কোরিয়ার বুসান শহর কর্তৃপক্ষ সাগরের ওপর ভাসমান শহর বানানোর নতুন একটি পরিকল্পনা বাস্তবায়নের অনুমোদন দিয়েছে। আগামী বছর থেকে এ শহরের নির্মাণ কাজ শুরু হবে।

সমুদ্রপৃষ্ঠের ক্রমাগত উচ্চতা বৃদ্ধি ও বন্যা থেকে রেহাই পাওয়ার চিন্তা থেকে ২০১৯ সালে এ ভাসমান শহরের ধারণা প্রথম প্রকাশ করা হয়। অনেকগুলো আন্তঃসংযুক্ত কাঠামো বা ব্লকের ওপর গড়ে উঠবে শহরে ঘড়বাড়িগুলো।

নকশাকার, স্থপতি, ও প্রকৌশলীদের একটি সংগঠন, দ্য ওশেনিক্স প্রজেক্ট গত মাসে বুসান শহর কর্তৃপক্ষ, ও জাতিসংঘের ইউএন-হ্যাবিট্যাট-এর সাথে একটি চুক্তি করে। এ চুক্তির আওতায় তারা দক্ষিণ কোরিয়ার উপকূলে প্রথম ভাসমান শহরটি তৈরি করবে। মার্কিন গণমাধ্যম সিএনএন-এর প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রথমে কারখানায় বানানো হবে প্রতিটি কাঠামো। এরপর সেগুলোকে টেনে নিয়ে সমুদ্রের নির্দিষ্ট স্থানে বসানো হবে। সমুদ্রের পানির স্তর ওঠানামার সাথে সাথে শহরের প্রতিটি ব্লক ওঠানামা করবে।

প্রতিটি কাঠামো বা ব্লকের আয়তন হবে পাঁচ একর। এগুলোতে তিনশ জন করে বাস করতে পারবেন। প্রতিটি ভবন সর্বোচ্চ সাত তলা পর্যন্ত উঁচু হবে। এক ব্লক থেকে আরেক ব্লক যাওয়ার জন্য রাখা হবে ফুটপাত ও সাইকেলের রাস্তা।