অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কানাডায় ঠাঁই হলো না মুরাদের!

কানাডা করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১০:৫০ এএম, ১১ ডিসেম্বর ২০২১ শনিবার   আপডেট: ১১:১৫ এএম, ১১ ডিসেম্বর ২০২১ শনিবার

বিমানবন্দর থেকে মুরাদ হাসানকে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানানো হয়।

বিমানবন্দর থেকে মুরাদ হাসানকে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানানো হয়।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা ডা. মুরাদ হাসানকে কানাডার বর্ডার সার্ভিস এজেন্সি দেশটিতে ঢুকতে দেয়নি বলে খবর পাওয়া গেছে।

কানাডাভিত্তিক অনলাইন পোর্টাল ‘নতুন দেশ’-এর প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার (১০ ডিসেম্বর) টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়। সেখান থেকে মুরাদ হাসানকে মধ্যপ্রাচ্যের কোন এক ফ্লাইটে তুলে দেওয়া হয়েছে বলেও জানানো হয়। 

তবে কানাডার কোনো সরকারি সূত্র এ তথ্য নিশ্চিত করেনি। দেশটির বর্ডার সার্ভিস এজেন্সির সঙ্গে যোগাযোগ করেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।

ওই প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে সংযুক্ত আরব-আমিরাতের একটি ফ্লাইটে টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তবে বিমানবন্দরে কানাডা ইমিগ্রেশন ও বর্ডার সার্ভিসেস এজেন্সির কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন।

জিজ্ঞাসাবাদে তার থেকে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সম্পর্কে জানতে চাওয়া হয়। তাকে জানানো হয়, অনেক কানাডিয়ান তার দেশটিতে প্রবেশ ও অবস্থান করার বিষয়ে সরকারের কাছে আপত্তি জানিয়েছেন।