গানের কথা চুরির দায়ে মামলার মুখে পড়ছেন টেইলর সুইফট
এন্টারটেইনমেন্ট ডেস্ক
প্রকাশিত: ০৭:০৭ পিএম, ১০ ডিসেম্বর ২০২১ শুক্রবার
টেইলর সুইফট
নিজের একটি গানের কথা অন্য গান থেকে চুরি করার অভিযোগে মামলার মুখে পড়তে যাচ্ছেন মার্কিন সঙ্গীতশিল্পী টেইলর সুইফট।
২০১৪ সালে প্রকাশিত তার 'শেইক ইট অফ' গানটির কথা তিনি ২০০১ সালে প্রকাশিত থ্রিএলডব্লিউ ব্যান্ডের 'প্লেয়াস গন' প্লে' শিরোনামের একটি গান থেকে চুরি করেছেন।
দুটো গানেই 'প্লেয়ার্স গনা প্লে' ও 'হেটার্স গনা হেট' শব্দগুচ্ছগুলো রয়েছে। এর আগে একজন বিচারক এ মামলার আবেদন খারিজ করে দিয়েছিলেন। জেলা জজ মাইকেল ডব্লিউ ফিটজেরাল্ড খারিজ করার কারণ হিসেবে বলেছিলেন গানের ওই কথাগুলো কপিরাইট করার মতো গুরুত্বপূর্ণ নয়। খবর বিবিসি'র।
কিন্তু দুজন গীতিকার শন হল ও নাথান বাটলার এ রায়ের বিরুদ্ধে আপিল করেন। ফলে আপিল আদালত পুরনো রায় বদলিয়ে নতুন রায়ে বলেছেন সুইফটের বিরুদ্ধে মামলা করা যাবে। কোন দিন এ বিচারকাজ শুরু হবে তা এখনো ঘোষণা করা হয়নি।