অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ইতালিতে বাড়ি কেনা যাবে মাত্র ১ ডলারে!

সাতরং ডেস্ক

প্রকাশিত: ০৫:৫২ পিএম, ৩১ অক্টোবর ২০২০ শনিবার   আপডেট: ০৬:০৮ পিএম, ৩১ অক্টোবর ২০২০ শনিবার

সবাই চায় তার নিজের একটি বাড়ি থাকবে, যেটা সাজানো হবে পুরো নিজের মতো করে। আর সেই স্বপ্ন বাস্তবায়ন করতে দিনরাত এক করে জমাতে থাকে টাকা। কারণ বাড়ি কেনা তো আর চাট্টিখানি কথা নয়। অথচ ভাগ্য সহায় হলে মাত্র এক ডলারেই পূরণ হতে পারে এমন স্বপ্ন, তাও ইতালির মতো ঐতিহ্যসমৃদ্ধ দেশে!

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ইতালির পরিত্যক্ত শহর সালেমীর বাড়িগুলো নিলামে তোলার ঘোষণা দেয় কর্তৃপক্ষ। যেখানে প্রতিটি বাড়ির সর্বনিম্ন দাম ধরা হয়েছে মাত্র ১ ডলার! বাংলাদেশী টাকায় যার মূল্য ৮৪.৮৬ টাকা ! 

সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইতালির কিছু শহরে জনসংখ্যা দিন দিন কমছে। জনবহুলতা ফিরিয়ে আনতে লড়াই করছে দেশটি। তাই দর কষাকষি করে পুরানো, পরিত্যক্ত বাড়ি বিক্রি করতে চাইছে সরকার। এরই অংশ হিসেবে সিসিলির সালেমী শহরে পরিত্যক্ত বাড়ি বিক্রি করা হবে। আগামী নভেম্বরেই চূড়ান্ত হবে নিলামের দিনক্ষণ। 

প্রতিবদেনে বলা হয়েছে, শহরটিতে প্রাণ ফিরিয়ে আনতে এই পরিকল্পনা গ্রহণ করেছেন শহরটির মেয়র ডমেনিকো ভেনুতি। সিসিলির বেলিস ভ্যালিতে এক ভূমিকম্পের কারণে প্রায় চার হাজারের বেশি নাগরিক শহরটি ছেড়ে যায়। তারপর থেকেই জনমানবশূণ্য হয়ে গেছে এই শহর। 

এ প্রসঙ্গে শহরের মেয়র ভেনুতি বলেন ‘শহরের প্রতিটি ভবন এখন সিটি কাউন্সিলের অধীনে। ভবনগুলো দ্রুত বিক্রি করতে কাজ করছে কাউন্সিল। তারজন্য প্রথমত সড়ক থেকে বৈদ্যুতিক সংযোগ; সকল ধরনের অবকাঠামো উন্নয়ন করা হচ্ছে। বর্তমানে শহরটি বসবাসের জন্য অনেকটাই উপযোগী।’ 

আগ্রহী ক্রেতাদের নিলামে অংশ নিতে বা বাড়ি দেখতে সালেমীতে যেতে হবেনা। ঘরে বসেই ভবনগুলোর ফটোগ্রাফ দেখতে পাবেন। আর চলমান কাজ শেষ হওয়ার পর সিটি কাউন্সিলের ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে পারবেন। একজন ক্রেতা একাধিক সম্পত্তি কিনতে পারবেন। আর সব ক্রেতাকেই অন্তত তিন হাজার ইউরো ডিপোজিট রাখতে হবে, যা তিন বছর পর তাদেরকে ফিরিয়ে দেয়া হবে।