অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিলুপ্তির ঝুঁকিতে গভীর সমুদ্রের অর্ধেকের বেশি প্রজাতি

সাই-টেক ডেস্ক

প্রকাশিত: ০২:৪২ পিএম, ১০ ডিসেম্বর ২০২১ শুক্রবার   আপডেট: ০২:৫১ পিএম, ১০ ডিসেম্বর ২০২১ শুক্রবার

বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে গভীর সমুদ্রের অর্ধেকের বেশি প্রজাতি

বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে গভীর সমুদ্রের অর্ধেকের বেশি প্রজাতি

গভীর সমুদ্রের তিনভাগের দুইভাগ প্রজাতি বর্তমানে বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। নতুন একটি গবেষণায় এ তথ্য জানা গেছে।

কুইন'স ইউনিভার্সিটি বেলফাস্ট-এর একদল গবেষক এ গবেষণাটি করেন। তারা ১৮৪টি গভীর সমুদ্রে বিচরণকারী প্রজাতিকে হুমকির মুখে থাকা প্রজাতিগুলোর লাল তালিকায় সংযুক্ত করেন।

দ্য ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ ন্যাচার (আইইউসিএন) বিলুপ্তপ্রায় বা বিলুপ্তির ঝুঁকিতে থাকা প্রজাতিগুলো নিয়ে বিভিন্ন তালিকা তৈরি করে। তাদের লাল তালিকায় বিলুপ্তির ঝুঁকিতে থাকা বৈশ্বিকভাবে স্বীকৃত প্রজাতিগুলোকে রাখা হয়। নতুন গবেষণায় আরও ১৮৪টি সামুদ্রিক প্রজাতি এ তালিকায় যুক্ত হলো। খবর আইটিভিনিউজ-এর।

এখন পর্যন্ত পৃথিবীর এক লাখ ৪০ হাজারের বেশি প্রজাতি লাল তালিকাভুক্ত প্রজাতি। কিন্তু তাদের মধ্যে ১৫ শতাংশেরও কম হচ্ছে সামুদ্রিক প্রজাতি। আর গভীর সমুদ্রের প্রজাতিগুলোর সাধারণত খুব কম সংখ্যকেরই লাল তালিকায় নাম উঠেছে। কিন্তু এবারের গবেষণায় উঠে এল ভিন্ন চিত্র।