অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বন্ধ হচ্ছে ওয়েবসাইট র‌্যাংকিং সেবা অ্যালেক্সা ডট কম

সাই-টেক ডেস্ক

প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ৯ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার   আপডেট: ০৫:১৮ পিএম, ১১ ডিসেম্বর ২০২১ শনিবার

ওয়েবসাইট র‌্যাংকিং করা ও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) সেবা প্রদানকারী অ্যালেক্সা ডট কম-কে বন্ধ করার ঘোষণা দিয়েছে অ্যামাজন।

১৯৯৬ সাল থেকে অর্থের বিনিময় সেবা দিয়ে যাওয়া অ্যালেক্সা আগামী ২০২২ সালের মে মাসের এক তারিখ থেকে গ্রাহকদের যেকোনো ধরনের সেবা দেওয়া বন্ধ করে দেবে।

কিন্তু ঠিক কী কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা জানায়নি অ্যামাজন। বন্ধ হয়ে যাওয়ার আগে গ্রাহকের তার ডেটা ডাউনলোড করে নেওয়ার সুযোগ রয়েছে। ২০২১ সালে আট ডিসেম্বর থেকে নতুন কোনো সাবস্ক্রিপশন নেওয়া থেকে বিরত থেকেছে অ্যালেক্সা। খবর দ্য টাইমস অব ইন্ডিয়া’র।

অ্যালেক্সা মূলত ওয়েবসাইট র‌্যাংকিং সেবা দেওয়ার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করে। এটি ব্যবহার করে ওয়েবসাইটের মালিক তার ওয়েবসাইট বৈশ্বিক বা স্থানীয়ভাবে কেমন পারফর্ম করছে তা জানতে পারতেন।