করোনার ক্ষতি পুষিয়ে নিতে শীতকালীন ছুটি বাতিল জাবি`র
ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট, জাবি
প্রকাশিত: ০২:১৫ পিএম, ৯ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার
করোনাভাইরাসের কারণে থমকে যাওয়া শিক্ষাব্যবস্থার ক্ষতি পুষিয়ে নিতে শীতকালীন ছুটি বাতিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কর্তৃপক্ষ। বুধবার (৮ ডিসেম্বর) অনুষ্ঠিত এক সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার অনুযায়ী আগামী ২২ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন ছুটি ছিল। করোনার ক্ষতি পুষিয়ে দিতে সিন্ডিকেটে এ ছুটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে ২২ ও ২৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যালয়গুলোতেও ছুটি থাকবে বলে জানান তিনি।
করোনার কারণে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর গত ২১ অক্টোবর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস-পরীক্ষা শুরু হয়েছে।