অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আজ পবিত্র হজ

প্রকাশিত: ০২:৪১ পিএম, ৩০ জুলাই ২০২০ বৃহস্পতিবার  

পবিত্র হজ পালিত হচ্ছে আজ। করোনা মহামারির কারণে এবারের হজ পালিত হচ্ছে সীমিত পরিসরে। সৌদি আরবের বাইরের কেউ এবারের হজে অংশ নিতে পারছেন না। আরাফাতের ময়দানে অবস্থান করাই এবারের হজের মূল আনুষ্ঠানিকতা। কাবা শরিফে নতুন গিলাফও পরানো হবে আজ।

এ বছর খুতবা পাঠ করবেন সৌদি সরকারের মনোনীত প্রতিনিধি রাজ দরবারের উপদেষ্টা শেখ আবদুল্লাহ বিন সুলাইমান আল-মানিয়া। বাংলাসহ দশটি ভাষায় অনুবাদ করে তা সরাসরি সম্প্রচার করা হবে।

করোনা মোকাবেলায় হজে অংশ নেওয়া সবাইকে নানা স্বাস্থ্যবিধি অনুসরন করতে হচ্ছে। হজের সময় সবাইকে মাস্ক পরার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।