মহাকাশে সাংবাদিক পাঠালো রাশিয়া
সাই-টেক ডেস্ক
প্রকাশিত: ০৪:৪২ পিএম, ৮ ডিসেম্বর ২০২১ বুধবার
রাশিয়ার সয়ুজ মহাকাশযানে চড়ে দেশটির সংবাদ সংস্থা তাস-এর একজন সাংবাদিক-নভোচারী মহাকাশের উদ্দেশে রওনা দিয়েছেন। একই ফ্লাইটে মহাকাশে গিয়েছেন জাপানের দুই জন পর্যটকও।
তাস-এর রিপোর্টার-কসমোনট আলেকজান্ডার মিসুরকিন, জাপানি বিলিয়নিয়ার ইয়ুসাকু মায়েজাওয়া, ও ইয়োজো হিরানো পৃথিবীর কক্ষপথে পৌঁছেছেন বলে খবরে জানিয়েছে তাস।
এর আগে ২০২১ সালের নভেম্বরে ঠিক করা হয় সংবাদ সংস্থা তাস আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রথমবারের মতো নিজেদের অফিস স্থাপন করবে। আলেকজান্ডার মিসুরকিন হবেন প্রথম সাংবাদিক যিনি মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে খবর পাঠাবেন।
ছয় ঘণ্টা দৈর্ঘ্যের এই ফ্লাইটটি পৃথিবির চারপাশে চারবার প্রদক্ষিণ করবে। এটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছাবে মস্কোর স্থানীয় সময় বিকেল চারটা ৪১ মিনিটে।
এই মিশনে মহাকাশ স্টেশনে থাকা রাশিয়ান নভোচারীদের জন্য উপহার ও ঘরে তৈরি খাবারদাবার সরবরাহ করা হবে। আগামী ১২ ডিসেম্বর এই তিন নভোচারী পৃথিবীতে ফিরে আসবেন।