সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির আবেদনের সময় বাড়লো
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ০২:৫৩ পিএম, ৮ ডিসেম্বর ২০২১ বুধবার আপডেট: ০২:৫৩ পিএম, ৮ ডিসেম্বর ২০২১ বুধবার
সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির আবেদনের সময় বাড়লো
আগামী বছরের জন্য সরকারি ও বেসরকারি স্কুলগুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির অনলাইন আবেদনের সময় বাড়ানো হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী সরকারি স্কুলে ১০ ডিসেম্বর ও বেসরকারি স্কুলে ১৬ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।
বুধবার (৮ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপপরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ আজিজ উদ্দিনের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, ২০২২ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির অনলাইন আবেদনের সময়সীমা সরকারি স্কুলের ক্ষেত্রে ১০ ডিসেম্বর রাত ১২ পর্যন্ত এবং বেসরকারি স্কুলের ক্ষেত্রে ১৬ ডিসেম্বর রাত ১২ পর্যন্ত বাড়ানো করা হয়েছে।
মাউশির উপপরিচালক ও ভর্তি কমিটির সদস্যসচিব মোহাম্মদ আজিজ উদ্দিন বলেন, অভিভাবকদের অনুরোধের কারণে ভর্তির আবেদনের সময় বাড়ানো হয়েছে।
গত ২৫ নভেম্বর সরকারি ও বেসরকারি স্কুলগুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির আবেদন শুরু হয়, যা চলার কথা ছিল ৮ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত।
২০২২ শিক্ষাবর্ষে সরকারি স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তিতে শিক্ষার্থীর বয়স ছয় বছরের বেশি হতে হবে। জাতীয় শিক্ষানীতি ২০১০-এর আলোকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় এই বয়স নির্ধারণ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।