অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নবম শ্রেণিতে রেজিস্ট্রেশনের সময় বাড়লো

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০১:৩১ পিএম, ৮ ডিসেম্বর ২০২১ বুধবার   আপডেট: ০১:৩১ পিএম, ৮ ডিসেম্বর ২০২১ বুধবার

নবম শ্রেণিতে রেজিস্ট্রেশনের সময় বাড়ল

নবম শ্রেণিতে রেজিস্ট্রেশনের সময় বাড়ল

২০২১-২২ শিক্ষাবর্ষের নবম শ্রেণির রেজিস্ট্রেশন কার্যক্রম পুনরায় অনলাইনে শুরু করেছে ঢাকা শিক্ষা বোর্ড। বর্ধিত সময়সীমা অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে।

বুধবার (৮ ডিসেম্বর) ঢাকা শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মোহাম্মদ আবুল মনছুর ভূঁঞার সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, এখন থেকে ১২ বছর পূর্ণ না হলে কোনো শিক্ষার্থী নবম শ্রেণিতে ভর্তি হতে পারবে না। ১৮ বছরের বেশি হলেও কেউ আর নবম শ্রেণিতে ভর্তির রেজিস্ট্রেশন করতে পারবে না।

রেজিস্ট্রেশন ফি ১৭১ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে নির্ধারিত সময়ের পরে অতিরিক্ত ১৪০ টাকা বিলম্ব ফি দিয়ে রেজিস্ট্রেশন করা যাবে।

ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রতিষ্ঠানের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে রেজিস্ট্রেশনের ফরম পূরণ করা যাবে। সোনালী সেবার মাধ্যমে রেজিস্ট্রেশন ফি পরিশোধ করতে হবে।

বোর্ড জানিয়েছে, ব্যাংকে টাকা জমা দেয়ার ২৪ ঘণ্টার মধ্যে ইএসআইএফ পূরণ করতে হবে। নির্ধারিত তারিখের মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হলে বা এ কারণে শিক্ষার্থীর কোনো সমস্যা হলে এর দায়দায়িত্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে নিতে হবে।

এর আগে গত ১৬ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২০২১-২২ শিক্ষাবর্ষের নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ দেয়া হয়েছিল। নতুন করে সেটি ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়।