চুইংগাম খেলে কমবে কোভিড ছড়ানোর আশঙ্কা?
সাই-টেক ডেস্ক
প্রকাশিত: ০৭:১৮ পিএম, ৬ ডিসেম্বর ২০২১ সোমবার আপডেট: ০৭:২১ পিএম, ৬ ডিসেম্বর ২০২১ সোমবার
বিজ্ঞানীরা এমন একটি চুইংগাম তৈরি করার চেষ্টা করছেন যেটি চিবুলে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিছুটা কমবে।
গাছ থেকে উৎপন্ন এক ধরনের প্রোটিন এই চুইংগামে ব্যবহার করা হচ্ছে। ওই প্রোটিন করোনাভাইরাসের জন্য ফাঁদ হিসেবে কাজ করবে।
নতুন এ চুইংগামটি চিবুলে লালার মাধ্যমে প্রবেশ করা কোনো করোনাভাইরাসকে শরীরের ভেতরে প্রবেশের আগেই মেরে ফেলবে বলে জানিয়েছেন গবেষণাটির নির্দেশক, পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হেনরি ড্যানিয়েল।
পাশাপাশি গবেষকেরা এও জানিয়েছেন যে যারা সবগুলো টিকা গ্রহণ করেছেন তারাও করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন এবং অন্যদের আক্রান্ত করতে পারেন। মলিকিউলার থেরাপি নামের একটি জার্নালে গবেষণাটি প্রকাশিত হয়েছে। খবর পিটিআই'র।