অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আবারও বৃষ্টিতে খেলা বন্ধ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০২:০১ পিএম, ৫ ডিসেম্বর ২০২১ রোববার   আপডেট: ০২:০৮ পিএম, ৫ ডিসেম্বর ২০২১ রোববার

কিন্তু মাঠে গড়ানোর ৩০ মিনিট পর ফের শেরেবাংলায় আঘাত হেনেছে বৃষ্টি

কিন্তু মাঠে গড়ানোর ৩০ মিনিট পর ফের শেরেবাংলায় আঘাত হেনেছে বৃষ্টি

বৃষ্টিতে প্রায় সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর মাঠে গড়ায় বাংলাদেশ বনাম পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা। কিন্তু মাঠে গড়ানোর ৩০ মিনিট পর ফের শেরেবাংলায় আঘাত হেনেছে বৃষ্টি।

৬ ওভার খেলার পর মাঠ ছাড়তে হয় দুই দলের ক্রিকেটারদের। এই ছয় ওভারে রান এসেছে ২৭। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটের খরচায় ১৮৮ রান।

উইকেটে ৫২ রান নিয়ে আছেন আজহার আলি। তার সঙ্গী বাবর আজমের সংগ্রহ ৭১।

মিরপুর টেস্টের প্রথম দিন থেকে শুরু হয় বৃষ্টির ব্যাঘাত। আলোকস্বল্পতা ও বৃষ্টির বাধায় প্রথম দিনের খেলা ৩৩ ওভার আগে শেষ হলে ম্যাচ অফিশিয়ালরা দ্বিতীয় দিন সকাল সাড়ে ৯টায় খেলা শুরুর সিদ্ধান্ত নেয়।

দ্বিতীয় দিন সকাল থেকে বৃষ্টি থাকায় খেলা শুরুর সময় পিছিয়ে প্রথমে ১০টা ৪০ এরপর ১১টা ২০ করা হয়। এরপরও সম্ভব না হলে মধ্যাহ্ন বিরতির ঘোষণা দেন আম্পায়াররা।

দ্বিতীয় সেশন ১২টা ১০ থেকে শুরুর কথা থাকলেও মাঠ খেলার উপযোগী করে তুলতে আধঘণ্টার মতো সময় লাগে।

ফলে ১২টা ৫০ মিনিটে শুরু হয় দ্বিতীয় দিনের খেলা। ২ উইকেটে ১৬১ রান দিয়ে দিনের খেলা শুরু করে পাকিস্তান।