এবার ওয়েব সিরিজে দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে
এন্টারটেইনমেন্ট ডেস্ক
প্রকাশিত: ০৫:১০ পিএম, ৪ ডিসেম্বর ২০২১ শনিবার
রুপালি পর্দা কাঁপিয়েছেন দীর্ঘদিন ধরে, এরপর তাকে দেখা গেছে বিভিন্ন রিয়ালিটি শো-তে বিচারকের ভূমিকায়। এবার নতুন প্ল্যাটফর্মে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীকে। ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন তিনি।
বলিউড হাঙ্গামা’র প্রতিবেদন অনুযায়ী, অ্যামাজন প্রাইম-এর জন্য একটি ওয়েব সিরিজে চুক্তিবদ্ধ হয়েছেন বর্ষীয়ান এ অভিনেতা। ওই সিরিজে তার সাথে অভিনয় করবেন দক্ষিণের ও বলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান।
শ্রুতি হাসানের জন্যও এটি ডিজিটাল প্ল্যাটফর্মে অভিষেক। এর আগেও অনেকবার ডিজিটাল প্ল্যটফর্মে অভিনয়ের অনুরোধ পেয়েছিলেন মিঠুন। তখন আগ্রহ না দেখালেও, এবার আর প্রত্যাখান করেননি তিনি।
ইতোমধ্যে শ্যুটিং-এর কাজ শেষ হয়ে গিয়েছে। এটি পরিচালনা করেছেন মুকুল আভায়াংকর। এখনো নাম ঠিক হয়নি যদিও। এটি দেখতে ২০২২ সালের প্রথমার্ধ পর্যন্ত অপেক্ষা করতে হবে ভক্তদের।