র্যাঙ্কিংয়ে মুশফিক-লিটন-তাইজুলের সুখবর
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:১৬ পিএম, ১ ডিসেম্বর ২০২১ বুধবার
পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে হেরেছে বাংলাদেশ। যেখানে ব্যাট হাতে সফল ছিলেন লিটন কুমার দাস ও মুশফিকুর রহিম। আর বোলিংয়ে এক ইনিংসে পাকিস্তানকে একাই ধসিয়ে দিয়েছেন তাইজুল ইসলাম। তার পুরস্কারও তিনজন পেয়েছেন র্যাঙ্কিংয়ে।
ভারত-নিউজিল্যান্ড, শ্রীলংকা-ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ-পাকিস্তান টেস্টের পারফরম্যান্স বিবেচনায় র্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি ।
টেস্ট র্যাংকিংয়ে বাংলাদেশের কিপার-ব্যাটসম্যান লিটন এগিয়েছেন ২৪ ধাপ আর মুশফিক স্থান পেয়েছেন ২০-এর মধ্যে। তিন ধাপ এগিয়েছেন তাইজুল ইসলাম।
চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে লিটন দাসের রান ১১৪। দ্বিতীয় ইনিংসে করেছেন ৫৯ রান। তার এ পারফরম্যান্সের কারণে ২৪ ধাপ এগিয়ে লিটন এখন উঠে এসেছেন ৩১ নম্বরে।
অন্যদিকে প্রথম ইনিংসে মুশফিকের রান ছিল ৯১। দ্বিতীয় ইনিংসে হাসান আলির বলে বোল্ড হওয়ার আগে মুশফিকের ব্যাট থেকে আসে ১৬ রান। বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল সদ্য প্রকাশিত র্যাংকিংয়ে রয়েছেন ১৯ নম্বরে।
দুই ইনিংসে ৮ উইকেট নিয়ে র্যাংকিংয়ে ৩ ধাপ এগিয়েছেন তাইজুল ইসলাম। এ স্পিনার এখন আছেন ২৩ নম্বরে।
টেস্ট অলরাউন্ডার র্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন জেসন হোল্ডার। এ তালিকায় সাকিবের অবস্থান পাঁচে।